বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে লোড বাড়ানোর দাবীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মার্চ) সকাল ১১টায় সিলেট নগরীর শাহজালাল উপশহরস্থ কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আমিরুজ্জামান চৌধুরী সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজুওয়ান আহমদ এর পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন এসোসিয়েশেনর অর্থ সম্পাদক মো. ফয়েজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আলী আফসার মু. ফাহিম, সহ-সাংগঠনিক সম্পাদক সুব্রত ধর বাপ্পী, জিহাদ আহমেদ, এডভোকেট নাদিম রহমান, মো. রেজাউল হক, রেজওয়ান আহমদ চৌধুরী, হারুনুর রশিদ, হাজী ইকবাল হোসেন, মো. লোকমান আহমদ মাছুম, মনোয়ার আহমদ, আনহার উদ্দিন, সার্জন রাসু, ফকরুল ইসলাম, সাব্বির আহমেদ প্রমুখ। বিজ্ঞপ্তি
সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন’র আলোচনা সভা
কমেন্ট