ভারতীয় চিনি’র দুইটি ট্রাক’সহ দুই জন চোরাকারবারী’কে গ্রেফতার করেছে পুলিশ

সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযান চালিয়ে ২৯,১৫৫ (ঊনত্রিশ হাজার একশত পঞ্চান্ন) কেজি), ৫৯৫ বস্তা ভারতীয় চিনি যার মূল্য অনুমান ৩৪,৯৮,৬০০/-(চৌত্রিশ লক্ষ আটানব্বই হাজার ছয়শত) টাকা, দুইটি ট্রাক গাড়ী সহ দুই (০২) জন’ চোরাকারবারী’কে গ্রেফতার করেছে পুলিশ।

উপ-পুলিশ কমিশনার (ডিবি) এর দিক নির্দেশনায় মহানগর গোয়েন্দা বিভাগের টিম-০১ কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে ০৯/০৩/২০২৪খ্রিঃ তারিখ রাত অনুমান ০৪:৪৫ ঘটিকায় এসএমপি কোতয়ালী মডেল থানাধীন সুবিদবাজার চন্দ্রিমা বাসা নং-২৫/এ নামীয় বাসার সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ নাসিরুল ইসলাম (২২), পিতা-মোঃ মনিরুল ইসলাম, মাতা মোসা: নাসরিন বেগম, সাং-পিটিআই চরজোতপ্রতাপ, ডাক-চাঁপাইনবাবগঞ্জ, থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ, ২। মোঃ রনি (২৩), পিতা-মোঃ রফিকুল ইসলাম, মাতা মোসা: রুনী বেগম, সাং-কল্যানপুর বাগানপাড়া কল্যানপুর, ডাকঘর-নয়াগোলা হাটি, থানা- চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা- চাঁপাইনবাবগঞ্জদ্বয়কে গ্রেফতার করেন। গ্রেফতারকালে আসামী মোঃ নাসিরুল ইসলাম (২২) এর দখলে থাকা ট্রাক নং-ঢাকা-মেট্রো-ট-১৬-৭২০৭ এ রক্ষিত ৩১৯(তিনশত উনিশ) বস্তা ভারতীয় চিনি। মোট ওজন ১৫,৬৩১ (পনের হাজার ছয়শত একত্রিশ) কেজি। যার মূল্য আনুমানিক ১৮,৭৫,৭২০/- (আটার লক্ষ পঁচাত্তর হাজার সাতশত বিশ) টাকা। এবং গ্রেফতারকৃত আসামী মোঃ রনি (২৩) এর দখলে থাকা ট্রাক নং ঢাকা-মেট্রো-ট-২৪-২৫০৬ এ রক্ষিত ২৭৬ (দুইশত ছিয়াত্তর) বস্তা ভারতীয় চিনি। মোট ওজন ১৩,৫২৪ (তের হাজার পাঁচশত চব্বিশ) কেজি। যার মূল্য আনুমানিক ১৬,২২,৮৮০/- (ষোল লক্ষ বাইশ হাজার আটশত আশি) টাকা। সর্বমোট (৩১৯+২৭৬)= ৫৯৫ বস্তা, যার সর্বমোট ওজন ২৯,১৫৫ কেজি। সর্বমোট মূল্য অনুমান =৩৪,৯৮,৬০০/-(চৌত্রিশ লক্ষ আটানব্বই হাজার ছয়শত) টাকা ও উক্ত ভারতীয় পণ্য পরিবহনের কাজে ব্যবহৃত ০২টি ট্রাক গাড়ি যার রেজি: নং-ঢাকা-মেট্রো-ট-১৬-৭২০৭ ও নং-ঢাকা-মেট্রো-ট-২৪-২৫০৬ জব্দ করা হয়।
আসামীদ্বয়ের বিরুদ্ধে এসএমপি কোতয়ালী মডেল থানায় এজাহার দায়ের করলে এসএমপি কোতয়ালী মডেল থানার মামলা নং- ১৬ তাং-০৯/০৩/২০২৪ খ্রিঃ ধারা The Special Power Act, 1974 এর 25B(1)(b)/25(D)  মামলা রুজু করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *