শ্রীমঙ্গলে ৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করেছে থানা পুলিশ

আমিনুর রশীদ রুমান-শ্রীমঙ্গল প্রতিনিধি:: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে শ্রীমঙ্গল থানায় সহকারী পুলিশ সুপার মো. শহীদুল হক মুন্সী শ্রীমঙ্গল সার্কেল এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

মৌলভীবাজার জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ জাকারিয়া মহোদয়ের নির্দেশনা মোতাবেক সহকারী পুলিশ সুপার জনাব মো.শহিদুল হক মুন্সী শ্রীমঙ্গল থানা সার্কেল তত্বাবধানে শ্রীমঙ্গল থানা এলাকাকে মাদকমুক্ত করার লক্ষ্যে সর্বদা কাজ করে যাচ্ছে শ্রীমঙ্গল থানা পুলিশ। এর অংশ হিসেবে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক এর নিদের্শে এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ হুমায়ূন কবির নেতৃত্বে পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন এর সহযোগিতায় এসআই/মোহাম্মদ আলমগীর, এসআই/মোহাম্মদ আল আমিন, এসআই/আসাদুর রহমান, এসআই/তীথংকর দাস এবং এএসআই/সারোয়ার হোসেন ১৯ আগস্ট ২০২১ খ্রিঃ বৃহস্পতিবার সকাল ০৭.৪০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া। শ্রীমঙ্গল সাতগাঁও ইউনিয়নের লছনা বাজারস্থ মেসার্স প্রদীপ ষ্টোরের সামনে ফুটপাতের উপর হইতে ৬ কেজি গাঁজা, যার দাম প্রতি কেজিতে অানুমানিক মূল্য ১২০০০/- (বার হাজার) টাকা, করিয়া সর্বমোট মূল্য (৬×১২০০০)=৭২,০০০/-টাকা সহ আসামি ১। মোঃ হিরন মিয়া (২২), পিতা- সাবু মিয়া, গ্রাম- ষাড়ের কোনা, থানা- চুনারুঘাট, জেলা -হবিগঞ্জ, ২। মোঃ রশিদ মিয়া (২৪), পিতা- জলিল আহমেদ@ দিলা, গ্রাম- চানপুর বস্তি ,ইউপি-দেওরগাছ ,থানা- চুনারুঘাট, জেলা -হবিগঞ্জ কে গ্রেফতার করেন এবং আসামী ৩। মো রিপন মিয়া (২৮), পিতা-মোঃ আক্কাছ আলী,সাং-ষাড়েরকোনা,থানা-চুনারুঘাট,জেলা -হবিগঞ্জ পালিয়ে যায়। উক্ত বিষয়ে একটি মাদক মামলা রুজু পূর্বক আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়। পলাতক আসামীকে গ্রেফতারের অভিযান অব্যাহত আছে বলে জানান শ্রীমঙ্গল থানা পুলিশ। এদিকে শ্রীমঙ্গল থানার এসআই/কাশী চন্দ্র শর্মা ১৮/০৮/২০২১ ইং বুধবার রাত ১০.৩৫ মিঃ সময় সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় শ্রীমঙ্গল মির্জাপুর ইউনিয়নের বৌলাছড়া চা বাগানের নাগ ঘরের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৫০০ গ্রাম গাঁজা সহ আসামী ১। সুমন ভৌমিক (২৫), পিতা-মৃত মানিক ভৌমিক, সাং-বৌলাছড়া চা বাগান ( কোয়ার্টার লাইন), থানা-শ্রীমঙ্গল, জেলা মৌলভীবাজার কে গ্রেফতার করে। উক্ত বিষয়ে সমূহে অত্র থানায় মাদক আইনে পৃথক পৃথক ০২ টি মামলা রুজু হয়। আসামীদের বিচারের নিমিত্তে বিজ্ঞ আদালতে সোপার্দ করা হয়।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক বলেন, আমরা দেশের মাদকমুক্ত থানা হওয়ার জন্য কাজ করছি । তারই সাফল্য এটি। এলাকা হিসেবে আমরা শ্রীমঙ্গলের বিভিন্ন এলাকাকে মাদকমুক্ত ঘোষণা করেছি। ধাপে ধাপে আমরা থানা সংশ্লিষ্ট সব এলাকাকেই মাদকমুক্ত ঘোষণা করব, ‘আমরা চাইবো, আমাদের এলাকার প্রত্যেকটি মানুষ, ধর্মীয় অনুশাসন মেনে চলুক এবং নিজেদেরকে মাদকমুক্ত রাখুক। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। মাদক যারা বিক্রি করবেন, আর যারা সেবন করবেন তাদেরকে আইন অনুযায়ী শাস্তি পেতেই হবে। মৌলভীবাজারের শ্রীমঙ্গল একটি পর্যটন কেন্দ্রের ঐতিহ্যবাহী এলাকা , এ এলাকায় কোনোভাবেই মাদক বিক্রেতা থাকতে পারবে না। মাদকসেবীদের চিকিৎসালয়ে পাঠিয়ে দিতে হবে। সুচিকিৎসার মাধ্যমে তাদেরকে সমাজের মূল স্রোতে নিয়ে আসতে হবে।’

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *