সিলেট প্রতিদিনই করোনায় মৃত্যু দেখছে

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক::  প্রতিদিনই করোনায় অনাকাঙ্খিত মৃত্যু দেখছে সিলেট বিভাগ। বিভাগে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা শনিবার সকাল ৮টা পর্যন্ত) ৫৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

অপরদিকে, এ সময় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে একজনের। আর হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ জন এবং করোনামুক্ত হয়েছেন ৭২ জন।

শনিবার (১৯ জুন) সকালে সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া ও পরিসংখ্যানবিদ মতিউর রহমান স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন সূত্রে জানা গেছে, সিলেট বিভাগে নতুন শনাক্ত ৫৩ জনের মধ্যে সিলেট জেলার ২৫ জন, সুনামগঞ্জ জেলায় ৩ জন, হবিগঞ্জ জেলায় ৯ জন ও মৌলভীবাজার জেলায় ১৬ জন ।

এদিকে, গত ২৪ ঘন্টায় সিলেট জেলার আরও একজন করোনায় মারা গেছেন। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৪৪৫ জন। এর মধ্যে সিলেট জেলার ৩৬৪ জন, সুনামগঞ্জের ৩০ জন, হবিগঞ্জের ১৮ জন এবং মৌলভীবাজারের রয়েছেন ৩৩ জন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের মধ্যে সিলেট জেলার ৮ জন করোনা রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চার জেলায় বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২৩২ জন। এর মধ্যে সিলেট জেলার ২২০ জন, সুনামগঞ্জ জেলার ৪ জন, হবিগঞ্জ জেলায় ২ জন ও মৌলভীবাজার জেলায় ৬ জন।

শনিবার সকাল ৮টা পর্যন্ত করোনামুক্ত ৭২ জনের মধ্যে ৬২ জন সিলেট জেলার ও ১০ জন মৌলভীবাজার জেলার। সিলেট বিভাগে এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ২২ হাজার ৬২৫ জন। এর মধ্যে সিলেট জেলার ১৫ হাজার ২৮৫ জন, সুনামগঞ্জ জেলার ২ হাজার ৭৮৯ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ৯০ জন ও মৌলভীবাজার জেলায় ২ হাজার ৪৬১ জন।

এ পর্যন্ত সিলেট বিভাগে করোনা শনাক্ত রোগীর সংখ্যা হচ্ছে ২৪ হাজার ৯৯ জন। এর মধ্যে সিলেট জেলার ১৫ হাজার ৯০৬ জন, সুনামগঞ্জ জেলার ২ হাজার ৮৮৯ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ৫৮২ জন ও মৌলভীবাজার জেলায় ২ হাজার ৭২২ জন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *