নিখোঁজ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক ইফতেখার আহমদ দিনারের বাসায় ঈদ উপহার পাঠিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রবিবার দিনারের বাসায় তাঁর পিতার হাতে এই উপহার তুলে দেন সিলেট জেলা ও মহানগর ছাত্রদল নেতৃবৃন্দ।
এসময় নেতৃবৃন্দ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পক্ষ থেকে নিখোঁজ ছাত্রদল নেতা ইফতেখার আহমদের দিনারের পরিবারে খোঁজ খবর নেন এবং শান্তনা প্রদান করেন। পাশাপাশি নিখোঁজ ছাত্রনেতা দিনারকে ফিরে পাওয়ার জন্য মহান রাব্বুল আল আমিনের দরবারে দোয়া করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম, মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র সদস্য মোস্তাফিজুর রহমান নওশাদ, সাবেক গণসংযোগ বিষয়ক সম্পাদক এনামুল হক, ২৪নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফরহাদ আহমদ, সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এলিন শেখ, জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক মো. আলী আব্বাস, মহানগর ছাত্রদলের সাবেক সদস্য কায়েছ আহমদ, আবুল হাসনাত প্রমুখ।