অসহায় পরিবারে ঈদ উপহার পৌঁছে দিচ্ছে প্রথম আলোর বন্ধুসভা

‘সহমর্মিতার ঈদ’ প্রতিপদ্যকে সামনে রেখে প্রথম আলোর পাঠকদের সংগঠন বন্ধুসভার সদস্যরা অসহায় পরিবারে ঘরে ঘরে ঈদ উপহার পৌঁছে দিচ্ছে। সে সঙ্গে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ঈদ উপহার হিসেবে দেওয়া হচ্ছে সহযোগিতা।

গত ৩ মার্চ থেকে আজ রবিাবর পর্যন্ত সিলেট জেলায় ১১৫ টি অসহায় পরিবারকে এসব আর্থিক সহযোগিতা এবং ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়েছে।

বন্ধুসভার সদস্যরা জানান, সিলেটের বিভিন্ন এলাকায় বন্ধুসভার বন্ধুরা অসহায় পরিবারের খোঁজ নেন। পরে বন্ধুরা এর সত্যতা নিশ্চিত করেন। এসব পরিবারকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ঈদ উপহার হিসেবে সহায়তা দেওয়া হচ্ছে। পাশপাশি নগরে এবং আশপাশের এলাকায় বন্ধুসভার বন্ধুরা গিয়ে ঈদ উপহার পৌঁছে দেওয়া হচ্ছে।

রবিবার দুপুরে সিলেটের টিলাগড় ইকোপার্ক এলাকায় অসহায় ২৫টি পরিবারে বন্ধুসভার বন্ধুরা গিয়ে পৌঁছে দিয়েছেন ঈদ উপহার। এসময় উপস্থিত ছিলেন সিলেট প্রথমআলো বন্ধুসভার সাধারণ সম্পাদক সৌরভ চন্দ্র দাস, প্রচার সম্পাদক রাহিদুজ্জামান রাজীব, উপসাংগঠনিক সম্পাদক মিহিরাব হোসেন, সদস্য দেবাশীষ রনি, সমীর বৈষ্ণব, রেজভী সিদ্দিকা।

সিলেট প্রথমআলো বন্ধুসভার সাধারণ সম্পাদক সৌরভ চন্দ্র দাস জানান, বন্ধুসভার বন্ধুদের উদ্যোগে ‘সহমর্মিতার ঈদ’ এর কাজ চলমান রয়েছে। সারা দেশের বন্ধুসভার বন্ধুরা এ কাজটি করছেন। এতে সিলেট বন্ধুসভার বন্ধুরা সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে অসহায় পরিবারের ঘরে ঘরে গিয়ে ঈদ উপহার হিসেবে সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। সে সঙ্গে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমেও ঈদ উপহার পৌঁছানো হচ্ছে।

তিনি বলেন, রবিবার দুপুর পর্যন্ত ১১৫টি পরিবারকে ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়েছে। এ কার্যক্রম ঈদের আগের রাত পর্যন্ত চলমান থাকবে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *