বিশ্বনাথে এক রোহিঙ্গা যুবক আটক

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক :: সিলেটের বিশ্বনাথে পৌর এলাকার নতুন বাজারের জামেয়া দারুল উলুম মাদানিয়া মাদ্রাসা প্রাঙ্গন থেকে এক রোহিঙ্গা যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করছেন জনতা।

সোমবার মাগরিবের নামাজ শেষে মুসল্লীদের কাছ থেকে সাহায্য তুলার সময় মুসল্লীরা ওই রোহিঙ্গা যুবককে আটক করেন। এরপর বিশ্বনাথ প্রেস ক্লাব সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিনসহ স্থানীয় মুসল্লীরা রোহিঙ্গা যুবককে থানায় হস্তান্তর করেন।

জনতার হাতে আটককৃত রোহিঙ্গা যুবকের নাম মো. আবু তাহের। সে মায়ানমারের আকিয়াব জেলার মন্ডু খানার শিলখালী গ্রামের আবুল হোসেনের পুত্র। আবু তাহের ৩ দিন পূর্বে প্রশাসনের চোঁখ ফাকি দিয়ে উখিয়ার ১১নং ক্যাম্প থেকে বেরিয়ে আসে।

আটককৃত রোহিঙ্গা যুবক আবু তাহের স্থানীয় সাংবাদিকদের জানায়, ক্যাম্প থেকে পালিয়ে আসার সময় প্রশাসনের কেউ তাকে দেখেননি। আর ক্যাম্প থেকে বেরিয়ে এসে ট্রেনে করে প্রথমে সিলেট আসে, এরপর বিশ্বনাথে অবস্থান নেয়।

এব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম মুসা বলেন, রোহিঙ্গা যুবককে ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করা হবে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *