সিলেটের এয়ারপোর্ট থানার লাক্কাতুরা এলাকা থেকে ঝান্ডু মন্ডু জুয়া খেলার সামগ্রীসহ ৪ জুয়ারীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার রাত ৯টার দিকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- আলমাছ আল মামুন (৪৫), নির্মল পাল (৫৪), বাচ্চু মিয়া (৩৫) ও বাদল দাস (৪৫)।
এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) জ্যোতির্ময় সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, জুয়ারীরা দীর্ঘদিন ধরে তীর শিলং নামক জুয়ার বোর্ড পরিচালনা করে আসছিল। আটক জুয়ারীদের আসামী করে ইন্সপেক্টর জিএম হামিদুর রহমান এয়ারপোর্ট থানায় এজাহার দায়ের করলে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
কমেন্ট