৪৮ ঘন্টার কর্মবিরতি শেষে যানবাহন চলাচল স্বাভাবিক

সিলেটে সারা দেশসহ কর্মবিরতি পরিবহন শ্রমিকদের টানা ৪৮ ঘন্টার শেষে যানবাহন চলাচল শুরু করেছে। মঙ্গলবার ভোর থেকে সব ধরণের যানবাহন চলাচল করতে দেখা গেছে। সিলেট থেকে ছেড়ে গেছে আন্তঃউপজেলা ও দূরপাল্লার বাসগুলো।

যানবাহন চলাচল স্বাভাবিক হওয়ায় স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মাঝে। তারা নির্ভিগ্নে গন্তব্যে যেতে পারছেন।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী বলেন, আমরা আপাতত কর্মবিরতি বাড়াচ্ছি না। আজ মঙ্গলবার ভোর ৬টা থেকে আমাদের কর্মবিরতি শেষ হয়েছে। সকাল থেকে সব ধরনের পরিবহন চলবে সারা দেশে।

জাতীয় সংসদে সদ্য পাস হওয়া ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ এর কয়েকটি ধারা সংশোধনসহ ৮ দফা দাবি আদায়ে লক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের আহ্বানে সারাদেশে পরিবহন শ্রমিকরা রবিবার সকাল থেকে একটানা ৪৮ ঘণ্টার কর্মবিরতি শুরু করে।

টানা দুই দিন কর্মবিরতি চলাকোলে সিলেটে ব্যাপক নৈরাজ্য চালিয়েছে পরিবহন শ্রমিকরা। তারা বিভিন্ন জায়গায় রিকশা, প্রাইভেট গাড়ি ও অ্যাম্বুলেন্স চলাচলে বাধা দেয়।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *