সাদিক রহমান:: পরিবহন ধর্মঘটের প্রথম দিনে বিয়ানীবাজার ও বড়লেখা উপজেলার সংযোগস্থলে অবস্থিত কানলী ব্রীজ এলাকায় বরযাত্রী ও পরিবহণ চালকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দু’পক্ষে অন্তত ৮জন আহত হয়েছেন।
রবিবার ৩টায় সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। প্রত্যক্ষদর্শী ও বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সূত্রে জানা যায়, চালকরা দীর্ঘক্ষণ শাহবাজপুর এলাকার বরযাত্রীদের গাড়ী আটকে রাখে। এক পর্যায়ে বরযাত্রীদের মধ্য থেকে একজন ভিডিও করতে গেলে সংঘর্ষ বাঁধে। আহত চালক জাহাঙ্গীর হোসেনকে বিয়ানীবাজার হাসপাতালে আশংকাজনক অবস্থায় নেয়া হয়েছে। অন্যান্য আহতরা হলেন উজ্জল (২২) নাম জানা যায়নি আরো ৭/৮ জন রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উত্তেজনা চলছে।
কমেন্ট