স্বপ্ন দেখি, যেখানে দেশের প্রতিটি মানুষ ধনী: সজীব ওয়াজেদ জয়

নিউজ ডেস্ক:: দুর্নীতি আর জঙ্গিবাদের তকমা থেকে বেরিয়ে এসে বাংলাদেশ এখন উন্নয়ন আর তথ্যপ্রযুক্তির অগ্রগতির আদর্শ উদাহরণ। স্বাধীনতার পক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই এ পরিবর্তন সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

রোববার (২৮ অক্টোবর) বিকেলে সাভারে শেখ হাসিনা যুব উন্নয়ন ইনস্টিটিউটে ‘ইয়াং বাংলা’ আয়োজিত ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। এ সময় বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ১০ ক্যাটাগরিতে ৩০টি সংগঠনকে পুরস্কৃত করা হয়।

সজীব ওয়াজেদ জয় বলেন, ‘আওয়ামী যতদিন ক্ষমতা থাকবে, ততদিন উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আগামী জাতীয় নির্বাচনে ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারো বিজয়ী করার আহ্বান জানান তিনি।

তথ্যপ্রযুক্তি খাতে গত ১০ বছরে অভূতপূর্ব উন্নয়নের চিত্র তুলে ধরে সজীব ওয়াজেদ জয় বলেন, ‘বাংলাদেশ বর্তমানে নেপাল, মালদ্বীপসহ বিশ্বের অন্যান্য দেশকেও ডিজিটাল হওয়ার ক্ষেত্রে সহযোগিতা করছে।’

প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেন, ‘আমরা বিদেশ থেকে বিশ্বব্যাংকের মাধ্যমে কনসালটেন্সি এনে ডিজিটাল বাংলাদেশ গড়েনি। বাংলাদেশ সারা বিশ্বের কাছে পরিচিত আইটি এক্সপার্ট হিসেবে অনন্য দেশকে সহযোগিতা করছে। ভুটানকে আমরা সহযোগিতা করছি। আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে বাংলাদেশ এই পর্যায়ে থাকতো না। বিএনপির আমলে সারা বিশ্বের কাছে বাংলাদেশ পরিচিত ছিল দুর্নীতিতে চ্যাম্পিয়ন। আমরা হয়ে গেয়েছিলাম জঙ্গি দেশ। আজ বাংলাদেশ ডেভেলপমেন্টের উদাহরণ।’

জয় আরো বলেন, ‘আওয়ামী লীগ যত দিন ক্ষমতায় থাকবে বাংলাদেশ এগিয়ে যাবে। আমরা বাংলাদেশকে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখি। এরচেয়ে আরও বেশি স্বপ্ন দেখি। আমরা একটি দেশের স্বপ্ন দেখি, যেখানে প্রতিটি মানুষ ধনী। সেই দেশপ্রেম অন্য কোনো দলের নেই। নামের আগে জাতীয়তাবাদী দিলে জাতীয়তাবাদ হওয়া যায় না। কাজ দিয়ে দেখাতে হয়। আর আওয়ামী লীগ, আমরা কাজ দিয়ে দেখিয়ে দিয়েছি।’

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *