এসএমপি’র কমিউনিটি পুলিশিং সমাবেশ-২০১৮ অনুষ্ঠিত

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিউনিটি পুলিশিং সমাবেশ-২০১৮ উপলক্ষ্যে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়। শাহপরাণ (রঃ) থানা উদ্যোগে শিবগঞ্জস্থ সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন এসএমপির কমিশনার গোলাম কিবরিয়া। এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(মিডিয়া) মুহম্মদ আবদুল ওয়াহাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শাহপরাণ (রঃ) থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ, সিলেট সদর উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ আজবাহার আলী, সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আজাদুর রহমান আজাদ, সিলেট সিটি কর্পোরেশনের ২২ নং ওয়ার্ডের কাউন্সিলর এড. ছালেহ আহমদ সেলিম, খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এড. আফছর আহমদ, টুলটিকর ইউনিয়নের চেয়ারম্যান এস.এম আলী হোসেন, সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এলাইছ মিয়া , সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামসহ কমিউনিটি পুলিশং কমিটি, শাহপরাণ (রঃ) থানা ও এলাকার কমিউনিটি পুলিশিং-এর সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

“পুলিশই জনতা-জনতাই পুলিশ” ও “জঙ্গিবাদ দমন করি মাদকমুক্ত সমাজ গড়ি” এই প্রতিবাদ্যদ্বয়কে সম্মুখে রেখে শাহপরাণ (রঃ) থানার কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *