বালাগঞ্জে সিলেট-৩ আসনে মনোনয়ন প্রত্যাশী হাবিবের গণসংযোগ ও মতবিনিময়

সিলেট-৩ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী হাবিবুর রহমান হাবিব বালাগঞ্জের ডাইকের বাজার, চৌধুরী মার্কেট, মুসলিমাবাদ, কলেজ বাজার মধুরাই, উছমানীগঞ্জ বাজার ও বাইছত ঘাটসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও মতবিনিময় সভা করে।

শনিবার বিকাল থেকে রাত পর্যন্ত গণসংযোগ শেষে বালাগঞ্জের শেখ ফজলু মিয়ার বাড়িতে এসে স্থানীয় নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা করেন।

সাবেক চেয়ারম্যান মির্জা তজমূল (আব্দুল মতিন) এর সভাপতিত্বে ও শেখ ফাহিমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-৩ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী হাবিবুর রহমান হাবিব।

এসময় তিনি বলেন, আওয়ামী সরকার দেশের উন্নয়ন করছে। বিশ্বের কাছে বাংলাদেশ এখন উন্নয়নের রুল মডেল। তাই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার্থে সিলেট-৩ আসনে আবারও নৌকায় ভোট দিয়ে জয় করার আহবান জানান তিনি। সিলেট-৩ আসনে নৌকা মার্কায় মনোনয়ন দেয়া হলে সবাইকে সাথে নিয়ে এলাকাবাসীর উন্নয়ন করার আশ্বাস প্রদান করেন।
অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল ওয়াহিদ, শেখ ফজলু মিয়া, সাবেক মেম্বার মির্জা গফফার, মির্জা লোকমান, দক্ষিণ সুরমা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক মাসুক উদ্দিন, কৃষক লীগের যুগ্ম সম্পাদক জাহেদ আলী, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি শাহীন আলী, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্বাস, হান্নান বেগ, শেখ নজির, মির্জা রেজান, মির্জা ছিনু, মির্র্জা লোকমান, ঠাকুর মিয়া, আনহার, ছাত্রলীগ নেতা শেখ ফাহিম, মির্জা কামরুল, সৈয়দ জাহিদ, মির্জা জামিল, মুরিদ হাসান, শেখ মইজুদ্দিন, মির্জা সানি, সাহিন আহমদ, শেখ মুরাদ, শেখ সায়েদ, শেখ মাজেদ, ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল আহমদ শাহ, সহ সভাপতি নাইমুর রহমান নাঈম, সাংগঠনিক সম্পাদক কামিল আহমদ, ওমর ফারুক জেমস, মামুন আহমদ, রিংকু, সাকেল, নাঈম, আদিল, সালেহ আহমদ, সাইদুল, মহানগর ছাত্রলীগ নেতা বদরুল আল তুহিন, আল সাদিক দুলাল, দুলাল আহমদ, আলা উদ্দিন, তেরাব আলী, রুহুল আহমদ তালুকদার, আলী আহমদ, আতাউর রহমান সানি, মাহমুদ হাসান রুবেল, নিজাম, নাঈম নাজিম প্রমুখ।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *