নিজস্ব প্রতিনিধি:: গোলাপগঞ্জে ভারতীয় মদসহ বিলাল আহমদ (৩৫) নামক এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার মধ্যরাতে উপজেলার পৌর এলাকার কদমতলী থেকে তাকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ী বিলাল আহমদ পৌরসভার রনকেলী দিঘিরপার গ্রামের মজনু মিয়ার পুত্র।
জানা যায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলা গোয়েন্দা শাখা দক্ষিণ জোনের এসআই শহিদুল আলমের নেতৃত্বে একদল পুলিশ পৌর এলাকার কদমতলীতে অভিযান চালায়। এ সময় বিলাল আহমদকে অফিসারস চয়েজ ব্রান্ডের ১৩ বোতল মদসহ আটক করা হয়। সিলেট জেলা গোয়েন্দা পুলিশ দক্ষিণের জোনের অফিসার ইনচার্জ কামাল হোসেন মাদক ব্যবসায়ী আটকের বিষয়টি নিশ্চিত করেন।
কমেন্ট