সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় সুরমা মেইলের মালবাহী একটি বগি লাইনচ্যুত হয়ে সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
বুধবার দুপুর দেড়টার দিকে শিববাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে এসেছিল।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দুপুর দেড়টার দিকে সুরমা মেইল শিববাড়ি এলাকায় পৌঁছালে পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মেইলের ইঞ্জিন এবং অন্য কয়েকটি বগি দুপুর ২টার দিকে সিলেট রেলওয়ে স্টেশনে পৌঁছেছে। দুপুর ৩টার দিকে সিলেট রেলওয়ে স্টেশনের কর্মীরা লাইনচ্যুত বগিটি উদ্ধারের নেমেছে। সাড়ে তিনটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধার তৎপরতা চলছিল।
এ বিষয়ে সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক কাজী শহিদুর রহমানের মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।