ছেলে-মেয়েদেরকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে

সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ বলেছেন ছেলে- মেয়েদেরকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে।যারা আমাদের কোমলমতি শিক্ষার্থীদেরকে নৈরাজ্যের কাজে লাগাচ্ছে তাদের ব্যাপারে অভিবাবক ও শিক্ষকদেরকে সচেতন হতে হবে।

গতকাল ৮ আগস্ট বুধবার সকালে সিলেট সদর উপজেলার ৮ নং কান্দিগাঁও ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ে মিটডে মিল চালোর উদ্যেশ্যে টিফিন বক্স প্রদান অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও পরিষদের সচিব তোফায়েল হোসেন ভূইয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোল্লারগাঁও উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাজী আব্দুল মন্নান, পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মজিদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন মোল্লারগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিমেষ চক্রবর্তী, সাংবাদিক এম রহমান ফারুক। ইউপি সদস্য মোঃ সায়েস্তা মিয়ার কন্ঠে পবিত্র কোরআন শরীফের তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক আনোয়ারুল হক, মাষ্টার আব্দুল মালিক মামুন, মনির আলী (সাবেক ইউপি সদস্য), ইউপি সদস্য শাহনুর আলম, শাহবাজ আহমদ, মুহিবুর রহমান, কাচা মিয়া, ছৈল মিয়া, মহিলা সদস্য খুশতেরা বেগম, আংগুরা বেগম, মেদেনী মহল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এস এম সায়েস্তা তালুকদার, বলাউরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শামীম আহমদ, মোল্লারগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাজী আসলম আলী, জেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যকরী কমিটির সদস্য মোঃ মোস্তফা উল্লাহ, আওয়ামীলীগ নেতা কয়েস আহমদ, যুবলীগ নেতা আব্দুল লতিফ, স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল জলিল, আব্দুল করিম বাচ্চু, ছাত্রলীগ নেতা আমিন আহমদ।

 

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *