চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সহিদ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

না ফেরার দেশে চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সহিদ। ২৫ জুলাই বুধবার ভোর ৪টা ১০ মিনিটে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না……………রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে, নাতী-নাতনী সহ অসংখ্য আত্মীয়স্বজন রেখেগেছেন। তিনি ৫নং ওয়ার্ডের খাসদবীর এলাকার বাসিন্দা। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বুধবার রাষ্ট্রীয় মর্যাদায় সালাম প্রদান করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ নাছির উল­াহ খাঁন। বাদ জোহর মরহুমের নামাজে জানাযা শেষে হযরত শাহজালাল (রহ.) এর মাজার কবস্থানে তাকে দাফন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগরের সাবেক ইউনিট কমান্ডার ভবতোষ রায় বর্মন, বীর প্রতীক আব্দুল মালেক, আব্দুল আউয়াল, মকবুল হোসেন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক আমিনুর রহমান পাপ্পু, হাজী ঈসরাইল মিয়া, রুবেল মিয়া, রিয়াদ আহমদ রাবেল, কামাল মিয়া, রেজওয়ান আহমদ, নিয়ামত উলাহ, ইবদাত আহমদ শাহজাহান, এমদাদুল হক সোহাগ, এম. এ. মুগনী খোকা, ব্যাংকার কামরান আহমদ প্রমুখ।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *