প্রার্থী হিসেবে যারা নিজেদের দুর্বল ভাবেন তারাই অপপ্রচার চালান: কামরান

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, কেউ কেউ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য পরিকল্পিতভাবে অপতৎপরতা চালাচ্ছেন, অবাদে ভিত্তিহীন কথাবার্তা বলছেন। আমি মনে করি- প্রার্থী হিসেবে যারা নিজেদের দুর্বল ভাবেন তারাই অপপ্রচার চালান।

বুধবার সকালে নগরীর শামীমাবাদ গলির মুখ, বর্ণমালা পয়েন্ট, নরসিংটিলা বাগবাড়ি নুরানী মসজিদ এলাকায় গণসংযোগকালে তিনি একথা বলেন।

বদর উদ্দিন আহমদ কামরান বলেন, নির্বাচনকে ঘিরে সিলেট নগরীতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আমাদের বিশ্বাস নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হবে।

তিনি বলেন, সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে নগরবাসীকে বিভ্রান্ত করার অপচেষ্টা করা হচ্ছে। কিন্তু তারা এটা জানেন না যে, অপপ্রচার চালিয়ে নগরবাসীকে বিভ্রান্ত করা যাবে না। কোনোভাবেই ঠেকানো যাবে না নৌকার বিজয়।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। শিক্ষা, স্বাস্থ্যসহ প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের সুফল পাচ্ছেন সিলেটসহ পুরো দেশবাসী।

তিনি বলেন, বাংলাদেশ এখন বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। সরকারের প্রতিটি কাজ বিশ্বে প্রশংসিত হচ্ছে। তাই দেশের সর্বস্তরের জনতা আওয়ামী লীগকেই দেশ পরিচালনার দায়িত্বে রাখতে চান। এবারের সিটি নির্বাচনেও সিলেট নগরবাসী নৌকার পক্ষে স্বতঃস্ফ‚র্ত সমর্থন জানাচ্ছেন। তারা মূল্যবান ভোট দিয়ে স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক নৌকাকে বিপুল ভোটে বিজয়ী করবেন।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন- বাগবাড়ি নুরানী মসজিদের মতোওয়াল্লি হাজী মাসুক মিয়া, অধ্যাপক সামছুল আলম, স্বাপন দাস, খিজির হায়াত, হিরণ খান, আব্দুল লতিফ, মো. তজমুল হোসেন, বাবলা আহমদ, মো. জাহিদ সারওয়ার, শ্যামল সিংহ, মো. শাহাজাহান, জামিল আহমদ, অরুন দেবনাথ সাগর, সাবু আহমদ, কমেদ খান, কামাল আহমদ, আব্দুর রহিম, সুজন আহমদ, কামাল আহমদ, আব্দুল রহমান, সিরাজুল ইসলাম শামীম প্রমুখ।
আদালত পাড়ায় কামরানের গণসংযোগ

বুধবার দুপুর সাড়ে ১২টায় সিলেটের আদালত পাড়ায় আইনজীবীদের নিয়ে গণসংযোগ করেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান। এ সময় আইনজীবীদের কণ্ঠে নৌকা প্রতীকের মুহূর্মুহু স্লোগানে মুখরিত হয়ে ওঠে আদালত প্রাঙ্গন। আইনজীবীরা তাকে স্বতঃস্ফূর্ত সমর্থন জানিয়ে নির্বাচনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

গণসযোগকালে উপস্থিত ছিলেন- সিলেট জেলা বার আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল কুদ্দুস, সরকারি কৌসুলে অ্যাডভোকেট খাদিমুল মিল্লাত জালাল, বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট রুহুল আনাম মিন্টু, সেক্টর কমান্ডারস ফোরাম সিলেট বিভাগীয় শাখার সভাপতি অ্যাডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল, আইনজীবী নেতা অ্যাডভোকেট নিজাম উদ্দিন, অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, অ্যডভোকেট মাহফুজুর রহমান, অ্যাডভোকেট রাজ উদ্দিন, অ্যাডভোকেট কিশোর কুমার কর, অ্যাডভোকেট সৈয়দ শামীম আহমদ, অ্যাডভোকেট সেলিম আহমদ, অ্যাডভোকেট মইনুল ইসলাম, অ্যাডভোকেট মাধব কান্তি দেব, অ্যাডভোকেট জসিম উদ্দিন, অ্যাডভোকেট আব্দুল আজিজ, অ্যাডভোকেট মোস্তফা শাহীন প্রমুখ।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *