আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষ্যে সিলেট প্রেসবিটারিয়ান চার্চ খ্রীস্টান মিশনের নেতৃবৃন্দের সাথে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন কামরানের এক মতবিনিময় সভা রোববার রাতে অনুষ্ঠিত হয়।
সিলেট প্রেসবিটারিয়ান চার্চ খ্রীস্টান মিশনের সভাপতি ডিকন নিঝুম সাংমার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উইলসন গ্রের পরিচালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, সিলেট মহানগর সভাপতি, আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সংরক্ষিত সাবেক মহিলা কাউন্সিলর শাহানারা বেগম শাহানা, মেয়র প্রার্থীর সহধর্মিনী আসমা কামরান, যুবলীগ নেতা মুশফিক জায়গীরদার, এডভোকেট সালমান সুলতানা, সিলেট জেলা পরিষদ সদস্য আমাতুজ জহুরা রওশন জেবিন রুবা।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট প্রেসবিটারিয়ান চার্চ খ্রীস্টান মিশনের রেভা ফিলিপ বিশ্বাস (পালক), সদস্য হ্যাপি দাস, এনরউজ বিশ্বাস, ফিলিপ সমাদ্দার, লাভলু বিশ্বাস, জেমসন গ্রে, বিউটি বন্দনা গ্রে, কণিকা সাংমা, যুব সমিতির সালনাম সাংমা, বেলী হলাদর, রানু চৌধুরী প্রমুখ।