নগরীর মেন্দিবাগে আমির খসরুর সামনে ছাত্রদলের বিক্ষোভ

সিলেট নগরীর মেন্দিবাগস্থ রোজভিউ হোটেলের সামনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর সামনে বিক্ষোভ করেছে ছাত্রদলের পদ-বঞ্চিত নেতা-কর্মীরা। সোমবার বিকালে সাড়ে ৩ টার দিকে এ ঘটনাটি ঘটে।

তাদের রোষানলে পড়ে সাবেক দুই ছাত্রনেতা আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

বিএনপি সূত্র জানায়, সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর নির্বাচনী প্রচারণায় অংশ নিতে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সোমবার দুপুরে বিমানযোগে সিলেট ওসমানী বিমানবন্দরে আসেন। দলের নেতা-কর্মীরা তাকে রিসিভ করে রোজভিউ হোটেলের দিকে নিয়ে আসেন। রোজভিউ হোটেলের সম্মুখে আকস্মিক ছাত্রদলের নেতা-কর্মীরা সংগঠনের নয়া কমিটির বিরুদ্ধে নানামুখী শ্লোগান দেয়।

খবর পেয়ে কোতয়ালী থানার ওসি মোশাররফ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সিলেট জেলা বিএনপি’র একজন শীর্ষ নেতা ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে হট্টগোলের বিষয়টি স্বীকার করেন।

কোতয়ালী থানার ওসি মোশাররফ হোসেন জানান, রোজভিউ হোটেলের সম্মুখে ছাত্রদলের দুটি গ্রুপ মুখোমুখি অবস্থান নেয়। এ সময় তাদের মধ্যে হট্টগোল হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান ওসি।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *