মুক্তিযোদ্ধা ও নাতি-নাতনিদের জন্য বরাদ্দ ৪০০ কোটি

অর্থনীতি ডেস্ক::  প্রস্তাবিত বাজেটে যুদ্ধাহত ও অস্বচ্ছল মুক্তিযোদ্ধা, তাদের স্ত্রী, সন্তান ও নাতি-নাতনিদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এ বরাদ্দ সামাজিক সুরক্ষার আওতাধীন।

বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট পেশকালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল ‍মুহিত সামাজিক সুরক্ষার ১৩ খাতে বরাদ্দের বিষয়ে প্রস্তাব করেন। এর মধ্যে অন্যতম মুক্তিযোদ্ধা খাত।

প্রস্তাব অনুযায়ী, বীর মুক্তিযোদ্ধাদের জন্য সম্মানী, উৎসব ভাতার পাশাপাশি নববর্ষে ২ হাজার টাকা করে দেয়া হবে। জীবিত মুক্তিযোদ্ধাদের জন্য বিজয় দিবসে ৫ হাজার টাকা ভাতা চালু হবে।

বাজেটে দরিদ্র মায়েদের মাতৃত্বকালীন ভাতা ৫০০ থেকে ৮০০ টাকায় উন্নীত করা হয়েছে। এ ছাড়া ভাতার সময়সীমা ২থেকে ৩বছর নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ভাতাভোগীর সংখ্যা ৬ লাখ থেকে ৭ লাখে বৃদ্ধি করা হয়েছে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *