নিউজ ডেস্ক:: সিলেটের জাফলংয়ের পর্যটন স্পট পিয়াইন নদী থেকে এক ভারতীয় নাগরিকসহ দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে পিয়াইন নদীতে মরদেহ দুটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে গোয়াইনঘাট থানা পুলিশ সেগুলো উদ্ধার করে।
নিহতরা হলেন- ভারতের জৈন্তাহিলের ডাউকি এলাকার স্টেইন লামিন (৩০) এবং বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার আসাদ মিয়ার ছেলে রাজিব মিয়া (২২)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত শুক্রবার পাহাড়ি ঢলে পিয়াইন নদীর ভারতীয় অংশে একটি নৌকা ডুবে স্টেইন লামিন নিখোঁজ হন। ঘটনার চার দিনের মাথায় তার মরদেহ পিয়াইন নদীর বাংলাদেশ অংশে ভেসে ওঠে। তিনি পেশায় একজন নৌকার মাঝি। অন্যদিকে শুক্রবার বাংলাদেশ অংশেও নৌকা ডুবিতে নিখোঁজ হয়েছিলেন পাথর শ্রমিক রাজিব মিয়া। পৃথক দুর্ঘটনার চার দিন পর মরদেহ দুটি পাওয়া গেল।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল জলিল জানান, সকালে খবর পেয়ে পিয়াইন নদী থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। ভারতীয় নাগরিকের মরদেহ হস্তান্তরের জন্য বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা বিএসএফের ঊধ্বর্তন কর্মকর্তাদের সঙ্গে কথা বলছেন।