নিউজ ডেস্ক:: র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১, সিলেট ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল বৃহস্পতিবার রাতে এএসপি নাহিদ হাসান এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এসএমপির জালালাবাদ থানা এলাকায় পাঠানটুলা এলাকায় অভিযান পরিচালনা করে বিদেশী মদসহ তিন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে-কোম্পানীগঞ্জের মহিষখেড় গ্রামের মৃত আরজান আলী মোঃ সফিক মিয়া (৩৯), গোয়াইনঘাট উপজেলার আঙ্গারজুর গ্রামের মৃত জমির উদ্দিনের ছেলে
ইলিয়াছ (৩৪) এবং সিলেট সদর উপজেলার টুকেরবাজার শাহপুরের মৃত অছির মিয়ার ছেলে লালা মিয়া (২৮)। তাদের কাছ থেকে ৪৩ বোতল বিদেশী মদ ও একটি সিএনজি উদ্ধার করে র্যাব। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৬৪,৫০০/- ( চৌষট্টি হাজার পাঁচশত) টাকা। অভিযুক্ত আসামীরা দীর্ঘদিন যাবত এসএমপির বিভিন্ন থানা এলাকায় মাদক সেবীদের নিকট মাদকদ্রব্য বিক্রয় করে আসছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীদেরকে এসএমপির জালালাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাবের মিডিয়া অফিসার মো: মনিরুজ্জামান।