ফারুক মাহমুদ চৌধুরীর মৃত্যুতে সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের শোক

সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সিলেট  সভাপতি, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক প্রশাসক এবং টিআইবি সচেতন নাগরিক কমিটি সিলেটের সাবেক সভাপতি ফারুক মাহমুদ চৌধুরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাব (সিউজা)।

শনিবার (১১ অক্টোবর) এক শোকবার্তায় ক্লাবের সভাপতি সুবর্ণা হামিদ ও সাধারণ সম্পাদক শাকিলা ববি বলেন, ‘সিলেটের গণমাধ্যমকর্মীদের ভরসার স্থল ছিলেন ফারুক মাহমুদ চৌধুরী। দলনিরপেক্ষতা, একতা, সততা, স্বচ্ছতা, সমতা ও অসাম্প্রদায়িকতায় তিনি অনন্য নজির তৈরি করে গেছেন। তার মৃত্যুতে একজন গুণী মানুষ হারিয়েছে সিলেটবাসী। এমন গুণী ব্যক্তির শূন্যস্থান কখনোই পূরণ হবার নয়। ফারুক মাহমুদ চৌধুরীর ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তার শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’

উল্লেখ্য, সুশাসনের জন্য নাগরিক – সুজন’ সিলেট বিভাগের সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী ফারুক মাহমুদ চৌধুরী ( ৬৭) শুক্রবার (৯ অক্টোবর) দুপুরের নিউইয়র্কের এলমহার্স্ট হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি শারীরিক অসুস্থতা নিয়েই গত মাসে নিউইয়র্কে যান। সম্প্রতি শারীরিক জটিলতা বাড়ায় তাকে এলমহার্স্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৯ অক্টোবর) দুপুরের কিছু পরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ফারুক মাহমুদ চৌধুরী ছিলেন সিলেট অঞ্চলের একজন সুপরিচিত সমাজকর্মী ও মানবিক উদ্যোগের অগ্রদূতদের একজন। সামাজিক সংগঠন সুজন সহ বিভিন্ন সংগঠনের দায়িত্ব পালন করছিলেন। তার দুই পুত্র নিউইয়র্ক প্রবাসী। ওয়াশিংটন মেমোরিয়াল কবরস্থানে তাকে সমাহিত করার সিদ্ধান্ত নিয়েছে তার পরিবার।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *