আরিফুল হক চৌধুরী’র সাথে ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট’র সৌজন্য সাক্ষাত

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।
মঙ্গলবার রাতে কুমারপাড়াস্থ তার নিজ বাসভবনে সাক্ষাতকালে আরিফুল হক চৌধুরী বলে বলেন, সাংবাদিকরা দেশ ও সমাজের জন্য কাজ করেন। জুলাই আন্দোলনেও সাংবাদিকরা জীব দিয়ে প্রমান করেছেন তারা দেশ ও মানুষের জন্য কাজ করেন।  ছাত্র–জনতার জুলাই অভ্যুত্থানে সাংবাদিকদের ভুমিকা ছিল অত্যন্ত গুরুত্ব-তাৎপর্যপূর্ণ।  সাংবাদিকদের অগ্রণী ভূমিকার কারণে জুলাই আন্দোলন সফল হয়েছে।  তিনি বলেন, দেশের ক্রান্তিকালে সাংবাদিকরা এগিয়ে না আসলে দেশের অবস্থা আরো করুন হতো।  সাংবাদিকরা দেশ ও সমাজের দর্পন। সাংবাদিকদের সহযোগিতায় রাজনীতিবীদের পাশাপাশি সরকারের এগিয়ে আসা উচিত।  তিনি বলেন সাংবাদিকদের যে কোন ভালো কাজে আমি সম্পৃক্ত থাকবো।
এসময় উপস্থিত ছিলেন-এসোসিয়শনের সভাপতি নাজমুল কবীর পাভেল, সিনিয়র সহ-সভাপতি  হুমায়ুন কবির লিটন, সহ-সভাপতি শেখ আব্দুল মজিদ,সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন লস্কর রাব্বি, সহ-সাধারণ সম্পাদক এস এম রফিকুল ইসলাম সুজন, কোষাধ্যক্ষ জাবেদ আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রেজা রুবেল, সদস্য  আজমল আলী প্রমূখ। -বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *