সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, বিগত ১৬ বছর ধরে জনগণের সাংবিধানিক ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য রাজপথে আন্দোলন করেছিলো। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ৭৫ উর্ধ্ব বয়সে এই ভোটের অধিকার আদায় করতে গিয়ে জেল খেটেছেন, কিন্তু তিনি কখনো আপোষ করেননি। তিনি আরও বলেন, ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস্টের পতন ঘটায় দেশের সাধারণ মানুষ আশার আলো দেখেছিল। তারা মনে করেছিল এবার হয়তো প্রত্যাশিত ভোটাধিকার ফিরে পাবে। কিন্তু সময় যত গড়াচ্ছে, দেখা যাচ্ছে একটি মহল জনগণের ভোট কেড়ে নেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি জাতীয় নির্বাচন প্রসঙ্গে বলেন, অতি দ্রুত জাতীয় নির্বাচন নিয়ে জনগণের আশা-আকাঙ্কার প্রতিফলন ঘটানো দরকার।
তিনি নগরীর ১০নং ওয়ার্ড বিএনপির সাবেক আহবায়ক সাহাব উদ্দিন মিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে গিয়ে পাড়া, মহল্লাহ, সমর্থিত ও বিএনপির কর্মীদের উদ্দেশ্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি আব্দুল হাকিম, যুগ্ম সাধারণ সম্পাদক মুর্শেদ আহমদ মকুল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জালাল উদ্দিন শামীম, সমাজসেবক বিষয়ক সম্পাদক শামীম আহমদ লোকমান, মহনগর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমদ, ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দের মধ্যে আবুল কালাম আজাদ, আব্দুর রব, নাজমুল হোসেন মজনু, আনছার মিয়া, শরীফ আহমদ, আব্দুল কাদির মুর্শেদ, কয়েছ আহমদ, কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের দপ্তরে দায়িত্ব জাকারিয়া হোসেন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতাকাব্বি চৌধুরী শাফি, ছাত্রদল নেতা সামী প্রমুখ। বিজ্ঞপ্তি
ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস্টের পতন হলেও ভোটের অধিকার এখনো হুমকির মুখে: ইমদাদ চৌধুরী

কমেন্ট