সিরেটের দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযান চালিয়ে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ১০ (দশ) জন’কে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার-৩০/০৬/২০২৫ খ্রিঃ আনুমানিক রাত ০২:০০ ঘটিকায় দক্ষিণ সুরমা থানার এএসআই (নিঃ)/আব্দুর রহিম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ কদমতলী তিতাস আবাসিক হোটেল এর বিভিন্ন কক্ষে অভিযান পরিচালনা করে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ০৬ (ছয়) জন পুরুষ ও ০৪ (চার) জন নারী মোট ১০ জনকে আটক করা হয়। আটককৃতরা হলোঃ১। জুনেদ মিয়া (২৭), ২। আরিফুর রহমান (২৭), ৩। রিয়াদ (২৬), ৪। চমক আলী (৪১), ৫। সমর আলী (৫০), ৬। শাহআলম (৩১), ৭। রুপা বেগম (৩৮), ৮। রিয়া আক্তার (২৫), ৯। জান্নাত (২৭), ১০। সুমা আক্তার সুমি (২৪)। উক্ত ঘটনার বিষয়ে দক্ষিণ সুরমা থানায় মানবপাচার আইনে মামলা হবে।
কমেন্ট