ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের উপর চলমান নিপিড়ন-নির্যাতন বন্ধ করুন

সম্প্রতি ঢাকার খীলক্ষেত এলাকায় সরকারি মদদে বুলডোজার দিয়ে নিলক্ষেত সার্বজনীন দূর্গামন্দিরের প্রতিমা সহ মন্দির ভাংচুর ও ধর্ম অবমাননার অজুহাত তুলে লালমনিরহাট পরেশ চন্দ্র শীল এর ছেলে বিষ্ণু চন্দ্র শীলকে মারধর করে পুলিশে শোপর্দ করার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে এক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালন করেছেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ।
শনিবার (২৮ জুন) সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে সিলেটে মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলার সভাপতিত্বে ও মহানগর ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদিপ কুমার দেব এবং জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মানিক লাল দে এর যৌথ পরিচালনায় আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোলয় পুরকায়স্থ।
জেলা ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট বিজয় বিশ্বাস, পূজা পরিষদ কেন্দ্রীয় কমিটির জাতীয় পরিষদ সদস্য সুব্রত দেব, পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ চয়ন, ঐক্য পরিষদের সদস্য এডভোকেট কল্যাণ ব্রত চৌধুরী, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ, সিলেট জেলার সিনিয়র সদস্য সমর কুমার দাশ, ঐক্য পরিষদ মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জিডি রুমু, সিলেট জেলা ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক অরুন কুমার বিশ্বাস, মহানগর ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক রাজ কুমার পাল রাজু।
আরোও বক্তব্য রাখেন জেলা সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ভানু লাল দাস, মহানগরের ঐক্য পরিষদ সহসভাপতি নির্মল সিনহা, মহানগরের দপ্তর সম্পাদক শ্যামল কপালি পূজা উদযাপন পরিষদ শাহপরাণ থানার সভাপতি বিরেষ  দেবনাথ, সিলেট জেলা ঐক্য পরিষদের সদস্য এডভোকেট বিভাবষু গোস্বামী বাপ্পা প্রমুখ।
সভাপতির বক্তব্যে এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা ঢাকার খিলক্ষেত মন্দির পূর্ণ নির্মাণ ও একটি তদন্ত কমিটির মাধ্যমে দুষ্কিৃতিকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে যথাযথ শাস্তির দাবি জানান এবং বিনা দূষে আটককৃত ব্যক্তি সহ অন্যান্যদের অনতিবিলম্বে মুক্তি ও জাতিগত সংখ্যালগুদের চলমান নির্যাতন বন্ধে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জরুরী প্রদক্ষেপ নেয়ার জোর দাবি জানান। বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *