হযরত খান বাহাদূর সৈয়দ আব্দুল মজিদ (কাপ্তান মিয়া) বি,এল, সি,আই,ই প্রাক্তন শিক্ষামন্ত্রী, আসাম, কাজি ইলিয়াছ, জিন্দাবাজার, সিলেট এবং খলাপাড়াহাল দরগা মহল্লা, মৌলভীবাজার। জন্ম ঃ ১৮৭২ খ্রিষ্টাব্দ। মৃত্যু:- ০৩ জিলকদ (১১), ১৩৪০ হিজরী ; ১৫ আষাঢ় (৩), ১৩২৯ বাংলা ; ২৯ জুন (৬), ১৯২২ খ্রিষ্টাব্দ আসামের রাজধানী শিলং।
আসাম বিধান সভার নির্বাচিত সদস্য, ১৯২১ খ্রিষ্টাব্দ এবং এক্সিকিউটিভ কাউন্সিল অব গভর্ণর অব আসাম এর একমাত্র স্বদেশী সদস্য।
পূর্ব পুরূষ: হযরত শাহজালাল (র:)-এঁর অন্যতম সহযোগী, মৌলভীবাজারস্থ হযরত সৈয়দ শাহ মোস্তফা শের সওয়ার চাবুকমার বোগদাদী (র:) এবং মৌ’বাজার দরগা ওয়াকফ এষ্টেটের সাবেক মোতাওয়াল্লী।
প্রাথমিক শিক্ষা: নবাব তালাব বংগ বিদ্যালয়বর্তমান এইডেড হাই স্কুল, সিলেট। মাধ্যমিক শিক্ষা: সিলেট জেলা স্কুল, প্রবেশিকা – ১৯৮৭ খ্রি:। উচ্চ শিক্ষা: কলকাতা প্রেসিডেন্সী কলেজ, কলকাতা সেন্টজিভিয়ার কলেজ, কলকাতা সিটি কলেজ। বি,এ – ১৮৯২ খ্রি: – সেন্ট জেভিয়ারকলেজ (কলকাতা বিশ্ববিদ্যালয়), বি,এল – ১৮৯৪, কলকাতা সিটি কলেজ (কলকাতা বিশ্ববিদ্যালয়), : ১৯০২ খ্রি: আনজুমানে ইসলামিয়া সিলেট -এর সম্পাদক নির্বাচিত। পরে দীর্ঘ দিন সভাপতির দায়িত্ব পালন করেন। সিলেট লোকাল বোর্ডের সদস্য ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন ১৫ বছর: নির্বাচিত ভাইস চেয়ারম্যান, সিলেট মিউনিসিপ্যালিটি (১৯০৩- ১৯০৬ খ্রি:): নির্বাচিত চেয়ারম্যান- সিলেট মিউনিসিপ্যালিটি (১৯০৬-১৯০৯ খ্রি), ভাইস রয় কর্তৃক নিমন্ত্রিত হয়ে ভারতের পূষায় এগ্রিকালচারাল রিসার্চ কলেজ- এর উদ্বোধনী অনুষ্টানে যোগদান।: মেনেজিং ডিরেক্টর- অল ইন্ডিয়া টি এন্ড ট্রেডিং কোম্পানী (১৯১০ খ্রি:) ডিরেকটর, ইন্দেশর টি এন্ড ট্রেডিং কোম্পানী (১৯১০ খ্রি:), : প্রতিষ্টাতা- সিলেট ওয়েল মিল, : পথিকৃত শিল্পপতি হিসেবে পূর্ববংগ ও আসাম প্রদেশের গর্ভনরের নিমন্ত্রনে ডেকা ইন্ডাস্ট্রিয়াল কনফারেন্স ১৯০৮ খ্রি: যোগদান: ১৯১৩ খ্রি: সিলেট আলীয়া মাদ্রাসা প্রতিষ্টা: সিলেট এম, সি, কলেজের দুই (২) বছরের খরচের অর্ধেক ১৮,০০০.০০ (আটার হাজার) টাকা ৯ (নয়) জনমিলে প্রদান এবং এম,সি, কলেজ কে ফার্স্ট গ্রেড করার আন্দোলনে নেতৃত্বদান এবং সিলেটে বিশ্ববিদ্যালয় স্থাপনের লক্ষে টিলাগড়ে ৪০০ (চারিশত) একর জায়গায় এম,সি, কলেজ স্থানান্তরের নের্তৃত্ব দান, : সৈয়দ আব্দুল মজিদ ইনষ্টিটিউট এবং মুসলিমসাহিত্য সংসদ প্রতিষ্টা (১৯১৫ খ্রি)।
কাপ্তান মিয়ার ১০৩ তম মৃত্যুবার্ষিকী

কমেন্ট