সিলেটে জাতীয় ছাত্র সমাজের দিনব্যাপী লিডারশিপ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে “রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষে” শীর্ষক কর্মশালা ও নেতৃত্ব উন্নয়ন প্রোগ্রামের আয়োজন করেছে জাতীয় ছাত্র সমাজ সিলেট জেলা ও মহানগর শাখা। কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও সিলেট জেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি  বিশ্ন রবি দাসের উদ্যোগে অনুষ্ঠিত এই দিনব্যাপী প্রশিক্ষণে অংশ নেন সিলেট জেলা ও মহানগর জাতীয় ছাত্র সমাজের  নেতাকর্মীরা।
শুক্রবার (২৭জুন) সিলেট নগরীর অভিজাত হোটেলে  আয়োজনের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের উদীয়মান ছাত্রনেতারা অংশ নেন।
জাতীয় ছাত্র সমাজ সিলেট মহানগরীর সভাপতি মুজাম্মেল হুসেইন বাদশাহ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আকাশ দাস এর পরিচালনায় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব এডভোকেট এম এ সালেহ চৌধুরী বলেন, বর্তমান রাজনৈতিক সংকট এবং একদলীয় শাসনব্যবস্থার বিপরীতে একটি ন্যায়ভিত্তিক, জবাবদিহিমূলক ও জনগণের অধিকারসুনিশ্চিত রাষ্ট্র গঠনের লক্ষ্যে ছাত্র সমাজ একটি ঐতিহাসিক দায়িত্ব পালন করছে। এ ধরনের প্রশিক্ষণ ভবিষ্যতের গণতান্ত্রিক নেতৃত্ব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট কবির আহমদ বলেন, “সুশাসন ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আমরা এই কর্মশালার আয়োজন করেছি। শিক্ষার্থীদের অভিজ্ঞতা ও অংশগ্রহণে এটি সফলভাবে সম্পন্ন হয়েছে। সামনে আরও বৃহৎ পরিসরে এ ধরনের আয়োজনের পরিকল্পনা রয়েছে।”
এছাড়াও বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় শ্রম বিষয়ক যুগ্ন সম্পাদক জামাল মিয়া ও ছাত্র নেতা আতিকুর রহমান প্রমুখ। প্রশিক্ষণ কর্মসূচিতে আলোচিত হয় রাষ্ট্র সংস্কার পরিকল্পনা, ছাত্র রাজনীতির ইতিবাচক দিক, দায়িত্বশীল নেতৃত্ব গঠনের কৌশল, এবং শিক্ষাঙ্গনে ছাত্র সমাজের সাংগঠনিক বিস্তারের কার্যকর রূপরেখা। প্রতিনিধির পাঠানো তথ্য অনুযায়ী, অংশগ্রহণকারীদের মাঝে নতুন দৃষ্টিভঙ্গি ও নেতৃত্বের অনুপ্রেরণা জাগাতে পেরেছে কর্মশালাটি।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *