নির্বাচন নিয়ে টালবাহানা নয়, ইতিহাস চুরি করে কারো অগ্রযাত্রাকে দমানো যাবে না: জমিয়ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব শায়খুল হাদীস মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি বলেছেন, আমাদের ইতিহাস আগ্রাসন ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করার ইতিহাস। আমরা জন্ম থেকে অন্যায়কে দমন করার জন্য লড়াই করে আসছি। বাংলাদেশের রাজনীতিতে ইতিহাস চুরির অপচেষ্টা চলছে। আমরা আপোষের রাজনীতি করি না। নির্বাচন নিয়ে টালবাহানা চলবে না। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন দিন। যারা মানুষের ভোটাধিকার, নাগরিক অধিকার হরণ করেছে তাদের কোনো ষড়যন্ত্র কাজে আসবে না। জুলাই গণঅভ্যুত্থানসহ স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে দেশের হক্কানী উলামায়ে কেরাম সক্রিয় ছিলেন। জমিয়ত শতবর্ষী সংগঠন, আজ পর্যন্ত জমিয়তের ভুল কোনো সিদ্ধান্ত নেই। ইতিহাসের বাঁকে বাঁকে জমিয়তের সোনালী অতীত রয়েছে। ইতিহাস চুরি করে কিংবা ফ্যাসিবাদ ইজম কায়েম করে যুব জমিয়ত এবং জমিয়তের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করা যাবে না।

বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে নগরীর শিল্পকলা একাডেমীতে যুব জমিয়ত বাংলাদেশ সিলেট আয়োজিত যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যুব সম্মেল বায়স্তবায়ন কমিটির আহবায়ক মাওলানা কবির আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব কে এম আব্দুল্লাহ আল মামুন খানের পরিচালনায় সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন যুব জমিয়ত বাংলাদেশের সভাপতি শায়খুল হাদিস মাওলানা তাফহিমুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সহ-সভাপতি শায়খ মাওলানা আব্দুল বাসির, যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জুল হক আজীজ, শায়খুল হাদিস মাওলানা আতাউর রহমান কোম্পানীগঞ্জী, মাওলানা খলিলুর রহমান, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, সহকারী মহাসচিব অধ্যক্ষ হাফিজ মাওলানা আব্দুল সিদ্দিকী, প্রকাশনা সম্পাদক মাওলানা মখলিছুর রহমান রাজাগঞ্জী, মাওলানা জামিল আহমদ আনসারী, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলী, আলহাজ¦ শামসুদ্দীন বানিগ্রামী, কেন্দ্রীয় সদস্য নুর আহমদ কাসেমী, মাওলানা মুস্তাক আহমদ চৌধুরী, মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, প্রিন্সিপাল মাহমুদুল হাসান, বিশেষ বক্তার বক্তব্য রাখেন যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি মাওলানা ইসহাক কামালা, সাংগঠনিক সম্পাদক মাওলানা চৌধুরী নাসির আহমদ, ঢাকা বিভাগীয় যুব সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক কালিম মাহফুজ।

প্রধান বক্তব্যে শায়খুল হাদিস মাওলানা তাফহিমুল হক বলেন, ইসলামী রাজনীতি যারা করেন তাদেরকে নবী-রাসূলগণের ঈমান, জিহাদ, শিক্ষা ও দীক্ষা, হিকমত, প্রজ্ঞা, দৃঢ়তা ও অবিচলতা এবং তাঁদের ইখলাস ও নিষ্ঠার সাথে কানেক্টেড থাকতে হবে। শতাব্দীর প্রাচীনতম রাজনৈতিক সংগঠন, ইতিহাস সমৃদ্ধ, হক ও হক্কানিয়্যাতের ঝান্ডাবাহী কাফেলা, আকাবির, আসলাফের আমানত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ তার সহযোগী যুব সংগঠন যুব জমিয়ত বাংলাদেশ আদর্শের পথে রয়েছে। জুলুমবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে যুব জমিয়ত নেতাকর্মীদেরকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। অন্যায়ের বিরুদ্ধে বলিষ্টভাবে লড়াই করতে হবে।

সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন, যুব সম্মেলন বাস্তবায়ন কমিটির যুগ্ম আহবায়ক মাওলানা এম বেলাল আহমদ চৌধুরী। সম্মেলনে মোনাজাত পরিচালনা করেন ইউরোপ জমিয়তের সহ-সভাপতি আব্দুল আজিজ সিদ্দিকী।

এসময় বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা সাইফুল্লাহ সাদি, মাওলানা আসাদ উদ্দিন, মাওলানা তাহা হোসাইন, এম বেলাল আহমদ চৌধুরী, মাওলানা রেজাউল করিম রাজু, হাফিজ আব্দুল করিম দিলদার, মাওলানা মাসুম আল মাহদী, হাফিজ মনসুর আহমদ, মাওলানা সাইফুর রহমান, মাওলানা আকরাম শেখ, মাওলানা আবু সুফিয়ান, হাফিজ মাওলানা শাহীদ হাতিমী, মুফতি সিরাজুল ইসলাম, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা আবুল হাসনাত, মাওলানা নোমান সিদ্দিক, মাওলানা তুফায়েল আহমদ কামরান, আব্বাস আল মাহমুদ, মাওলানা আফতাব উদ্দিন খান, রেজুয়ান আহমদ চৌধুরী, মাওলানা শাহিন আজজাম, মুফতি নোমান বিন আফসার প্রমুখ।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *