ইসলামপুর চাঞ্চল্যকর শিশু হত্যার রহস্য উদঘাটন

সিলেট ইসলামপুর পিতার হাতে এক শিশুকে হত্যার চাঞ্চল্যকর শিশু হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ।

গতকাল বুধবার ২৫/০৬/২০২৫ খ্রিঃ, আনুমানিক বিকাল ১৭:০০ ঘটিকায় সিলেট শাহপরান (রহঃ) থানাধীন ইসলামপুর এলাকার কোরেশী ভিলা, ১৮/এ, বাজার মসজিদের পিছনে ভাড়া বাসায় নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হয় ৪৫ দিন বয়সী শিশু ইনায়া রহমান। সে আতিকুর রহমান ও ঝুমা বেগম দম্পতির কন্যা। এ ঘটনায় শিশুটির পিতা আতিকুর রহমান (৪০), পিতা- মৃত তৈয়ব আলী, সাং- টংঘর, ইউপি- কুলঞ্জ, থানা- দিরাই, জেলা- সুনামগঞ্জ  গুরুতর আহত হন। তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘরে উপস্থিত আতিকুর রহমান এর স্ত্রীর বক্তব্য এবং নিহত শিশু ইনায়া রহমান এর পিতা আতিকুর রহমানের জবানবন্দি সহ অন্যান্য তথ্য প্রমাণ বিশ্লেষণ করে নিশ্চিত হ‌ওয়া গেছে যে শিশুর পিতা তাকে বাথরুমে নিয়ে বটি দিয়ে গলা কেটে হত্যা করেন এবং নিজেও গলা কেটে আত্মহত্যার চেষ্টা করে। জিজ্ঞাসাবাদে আতিকুর রহমান জানান মাথাব্যথার কারণে  তার মাথায় হঠাৎ কি যেন হয়েছিল বুঝতে পারেননি।

ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত বটি উদ্ধার পূর্বক জব্দ করা হয়েছে। এ ব্যাপারে শাহপরাণ (রহঃ) থানায় হত্যা মামলা রুজু করা হবে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *