সিলেট প্রধান ডাকঘরে ‘ডমেস্টিক মেইল মনিটরিং ও মেইলস ব্যবস্থাপনা’ বিষয়ে মতবিনিময়

সিলেট প্রধান ডাকঘরে ইউপিএম, এসপিএম ও পোস্টাল অপারেটরদের সঙ্গে ‘ডমেস্টিক মেইল মনিটরিং ও মেইলস ব্যবস্থাপনা’ বিষয়ে মতবিনিময় করেছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শনিবার (২১ জুন) বিকালে বিভাগীয় প্রধান ডাকঘরের সম্মেলনকক্ষে এ মতবিনিময়ের আয়োজন করা হয়।
সিলেট বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল (ডিপিএমজি) সুজিত চক্রবর্তীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন ডাক অধিদপ্তরের পরিচালক (মেইলস) কবির আহমেদ।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বৈদেশিক ডাক বিভাগের সিলেটের সহকারী পোস্টমাস্টার জেনারেল স্বপন কুমার দে, ডাক বিভাগ সিলেটের  সহকারী জেনারেল ম্যানেজার (মাঠ) পঙ্কজ কান্তি চক্রবর্তী ও সিলেট বিভাগীয় পোস্ট অফিস সুপার মলয় কান্তি সরকার।
সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন অপারেটর মো. আব্দুল হাই ও গিতা পাঠ করেন সুপারভাইজার বিপুল চন্দ্র মালাকার।
মতবিনিময়কালে ‘ডমেস্টিক মেইল মনিটরিং ও মেইলস ব্যবস্থাপনা’ বিষয়ে ইউপিএম, এসপিএম ও পোস্টাল অপারেটরদের নানা পরামর্শ এবং নির্দেশনা দেওয়া হয়। গুরুত্বসহকারে শোনা হয় তাদের মতামতও।
নাগিরকদের ডাকসেবা গ্রহণ সহজতর করার লক্ষ্যেই সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে এ মতবিনিয়ের আয়োজন করা হয়।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *