যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগর শাখার আওতাধীন বিমানবন্দর থানা শাখার ঈদ পুণর্মিলনী ও বিভাগীয় যুব সম্মেলন সফলের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯ জুন,বাদ এশা, আম্বরখানাস্থ উম্মুল ক্বোরা মাদ্রাসা হলরুমে থানা শাখার সভাপতি মাওলানা রেজওয়ান আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আব্দুল কাইয়ূম মামুন এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল করিম দিলদার, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহানগরের সাংগঠনিক সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্র জমিয়তের সাবেক সাংগঠনিক সম্পাদক মাওলানা আহমদুল হক উমামা৷
মতবিনিময় সভায় আগামি ২৬ জুন সিলেট বিভাগীয় যুব সম্মেলন সফলের লক্ষে বিমানবন্দর থানা যুব জমিয়তের দায়িত্বশীলদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন সহসভাপতি মাওলানা তুফায়েল আহমদ কামরান, সহসভাপতি মুফতি মারুফ হাসান, সহ সভাপতি মাওলানা মির্জা মাছুম আহমদ, সাংগঠনিক সম্পাদক দিলোওয়ার হোসাইন, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক, প্রচার সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, মাওলানা আমিনুল ইসলাম, মাওলনা আহসান হাবিব, অর্থ সম্পাদক রুম্মান আহমদ, জনি মিয়া প্রমুখ।
কমেন্ট