প্রধান উপদেষ্টার কাছে দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদন জমা দিলো গুম সংক্রান্ত কমিশন

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক :  প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে দ্বিতীয় অন্তর্বর্তীকালীন প্রতিবেদন জমা দিয়েছে গুম সংক্রান্ত কমিশন। বুধবার (৪ মে) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের প্রধান বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টার কাছে এই প্রতিবেদন জমা দেন।

কমিশনের সদস্যরা জানান, এখন পর্যন্ত অভিযোগ এসেছে ১ হাজার ৮৫০টি। এর মধ্যে ১ হাজার ৩৫০টি অভিযোগ যাচাইবাছাই শেষ হয়েছে।

আরও জানানো হয়, গুমের শিকার ব্যক্তিদের মধ্যে এখনও তিন শতাধিক নিখোঁজ। কেউ ৭ বছর নিখোঁজ থাকলে তাকে মৃত বলে ধরে নেয়া হয়, এই আইন সংশোধন করে পাঁচ বছর করার সুপারিশ করা হয়েছে।

এদিকে, গুমের শিকারদের ব্যাপারে আশু করণীয় জানতে চেয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেছেন, গুমের ভয়াবহতা নিয়ে হরর মিউজিয়াম হওয়া উচিত। গণঅভ্যুত্থানের যে মিউজিয়াম হচ্ছে গণভবনে, সেখানে আলাদা এই হরর মিউজিয়াম থাকতে পারে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *