ঈদ যাত্রানির্বিঘ্নে করার লক্ষ্যে ভিজিলেন্স টিম সিলেট কর্তৃক অভিযান-দুটি প্রতিষ্ঠানকে জরিমানা

আসন্ন পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে যাত্রী সাধারণের ঈদ যাত্রা নিরাপদ ও নির্বিঘ্নে করার লক্ষ্যে ভিজিলেন্স টিম সিলেট কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করা হয। অভিযান পরিচরনা করেন সুমাইয়া ফেরদৌস নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিআরটিএ সিলেট। আজ দুপুরে সিলেটের বাস টার্মিনাল এলাকায় দুটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিআরটিএ ভিজিলেন্স টিমের মনিটরিং করেন ট্রাফিকের উপ পুলিশ কমিশনার মাহফুজুল ইসলাম। বিআরটিএ, সিলেট বিভাগের উপপরিচালক প্রকৌশলী মোঃ ডালিম উদ্দিন।
এসময় উপিস্থত ছিলেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সহকারি  পরিচালক (ইঞ্জিং) সিলেট সার্কেল মোঃ আবু আশরাফ সিদ্দিকী, মোটরযান পরিদর্শক বিআরটিএ, সিলেট বিগীয় কার্যালয় মোঃ জিল্লুর রহমান, মোটরযান পরিদর্শক বিআরটিএ, সিলেট, মোটরযান পরিদর্শক বিআরটিএ সিলেট র্সাকেল মো: মোশারফ হোসেন, মোটরযান পরিদর্শক বিআরটিএ আবদুল বারী সহ প্রশাসেনর বিভিন্ন কর্মকর্তা উপস্ছিত ছিলেন।
বিআরটিএ সিলেট নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া ফেরদৌস বলেন, যাত্রীরা যেন নিরাপদ ও নির্বিঘ্নে চলাচল করতে পারে এ উপলক্ষে বিআরটিএ,পুলিশ বিভাগ, র্যাব,  মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন কতৃক যৌথ উদ্যোগে সিলেট বাস টার্মিনালসহ প্রধান সড়কে এ অভিযান অব্যাহত থাকবে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *