সরকারি চাকরি আইন অধ্যাদেশ বাতিল না হলে ঈদের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক :  সরকারি চাকরি আইন সংশোধন অধ্যাদেশ বাতিল না হলে ঈদের পর কঠোর কর্মসূচি ঘোষণা করা বলে জানিয়েছেন সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম।

মঙ্গলবার (৩ জুন) সকালে সচিবালয়ে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে এই ঘোষণা দেন ঐক্য ফোরামের নেতারা। তবে ঈদের জন্য ৪ ও ১৫ জুন আন্দোলন স্থগিত থাকবে বলে জানানো হয়।

ঐক্য ফোরামের নেতারা বলেন, অধ্যাদেশ বাতিল না হলে শুধু কর্মবিরতি নয়, বরং অবস্থান কর্মসূচিও দেয়া হতে পারে। দরকার হলে সারা দেশে ডিসি অফিস, বিভাগীয় অফিস এবং হাসপাতালেও এই কর্মসূচি ছড়িয়ে দেয়া হবে।

এই আইন দেশের স্বার্থে হয়নি উল্লেখ করে প্রতিনিধিরা বলেন, ঘুষ ও দুর্নীতিকে উৎসাহিত করতেই এই আইন করা হয়েছে। সেইসাথে, এটি কর্মচারী বান্ধব আইন নয় বলেও মন্তব্য করেন নেতারা।

দ্রুততম সময়ে অধ্যাদেশ সম্পূর্ণ বাতিলের জন্য প্রধান উপদেষ্টা কাছে দাবি জানিয়ে নেতারা আরও বলেন, শান্তিপূর্ণ আন্দোলনকে দুর্বলতা ভাবলে সেটা বুমেরাং হবে। এ সময়, আজ অর্থ ও আইন উপদেষ্টার কাছে এ বিষয়ে স্মারকলিপি দেয়া হবে বলেও জানান আন্দোলনকারীরা।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *