‘পিয়েরে ফচার্ড একাডেমি’ ফেলোশিপ সম্মাননা পেয়েছেন সিলেটের দন্ত চিকিৎসক ডা. রাজীব দাস

আমেরিকার বিশ্বখ্যাত দন্তচিকিৎসা সংস্থা ‘পিয়েরে ফচার্ড একাডেমি’ ফেলোশিপ সম্মাননা পেয়েছেন সিলেটের দন্ত চিকিৎসক ডা. রাজীব দাস । গত শুক্রবার (২৩ মে)  গুলশান-১, ঢাকার লেকশোর হাইটস হোটেলে অনুষ্ঠিত সমাবর্তন, সম্মেলন এবং পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে সম্মাননা গ্রহণ করেন তিনি। দন্ত চিকিৎসক ডা. রাজীব দাস সিলেটের কাজলশাহ এলাকায় পারফেক্ট ডেন্টাল সলিউশন এবং হবিগঞ্জে রাজীব’স ডেন্টাল সলিউশনে নিয়মিত রোগ দেখেন।

এই প্রথমবারের মতো বাংলাদেশের ‘পিয়েরে ফচার্ড একাডেমি’ ফেলোশিপ প্রোগ্রাম অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে ‘পিয়েরে ফচার্ড একাডেমি’ ফিলিপাইন সেকশনের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন । প্রতিনিধি দলের প্রধান ছিলেন ডাক্তার রিচার্ডো আর গেটবন্টন । অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঢাকা ডেন্টাল কলেজের বর্তমান অধ্যক্ষ ডাক্তার পরিমল চন্দ্র মল্লিক।

বাংলাদেশে এবার দন্ত চিকিৎসায় বিশেষ অবদান স্বরূপ ১৭ জন দন্ত চিকিৎসককে পিয়েরে ফচার্ড একাডেমির ফেলোশিপ প্রদান করা হয় এবং ডাক্তার সাখাওয়াত হোসেনকে পিয়েরে ফচার্ড একাডেমির বাংলাদেশ সেকশনের ফেলো চেয়ার হিসেবে মনোনীত করা হয় ।

উল্লেখ্য, বিশ্বখ্যাত দন্তচিকিৎসা সংস্থা আমেরিকার ‘পিয়েরে ফচার্ড একাডেমি’। এবং আধুনিক দন্ত চিকিৎসার জনক বলা হয় পিয়েরে ফচার্ডকে। পিয়েরে ফচার্ড একাডেমি হল একটি স্বেচ্ছাসেবক , অলাভজনক ডেন্টাল সংস্থা । যা ১৯৩৬ সালে মিনেসোটার একজন ডেন্টিস্ট ডক্টর এলমার এস বেস্ট দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। উদ্দেশ্য হল দাঁতের গবেষণা এবং এর প্রকাশনাগুলিতে বাণিজ্যিক স্বার্থ থেকে স্বাধীনতা। পিয়েরে ফাউচার্ড একাডেমিতে বর্তমানে ৫,০০০ এরও বেশি ফেলো রয়েছে, যারা ১২০টি বিভাগে সংগঠিত। ৫৫ জন মার্কিন যুক্তরাষ্ট্রে এবং ৬৫ জন দক্ষিণ আমেরিকা, ইউরোপ, এশিয়া, আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার দেশগুলিতে অবস্থিত। সদস্যরা হলেন দন্তচিকিৎসক যারা দন্তচিকিৎসার বিভিন্ন ক্ষেত্রে সবচেয়ে অসামান্য নেতাদের মধ্যে রয়েছেন। একাডেমিতে ফেলোশিপ মনোনয়নের মাধ্যমে দেওয়া হয় এবং দন্তচিকিৎসার ক্ষেত্রে অতীতের কৃতিত্বকে সম্মান জানাতে এবং ভবিষ্যতের উৎপাদনশীলতাকে উৎসাহিত করার জন্য ফেলোশিপ সম্মাননা দেওয়া হয়।প্রেস বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *