ইসরাইল ও ভারতের পণ্য বর্জন করুন : মুফতী আব্দুল কারীম হাক্কানী

বাংলাদেশ জাতীয় ফতওয়া বোর্ড সিলেট বিভাগের চেয়ারম্যান শায়েখ মুফতী আব্দুল কারীম হাক্কানী সিরাজী আল-হানাফী বলেছেন, ইসরাইলের বিনেয়ামিন সরকার বিগত এক বছর তিন মাসে ১১০০ টি মসজিদ ধ্বংশ করেছে। ৫২ হাজার নারী, শিশু, বালক, বালিকা, বৃদ্ধ মুসলমানকে গণহত্যা করেছে। এছাড়াও এ ঘটনায় লক্ষাধিক আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
গত শুক্রবার (৯ মে) সিলেট নগরীর শাহপরাণ থানার খাদিমনগর ইউনিয়নের দলাইপাড়া গ্রামের হযরত উমর ইবনুল খাত্তাব (রাদ্বি:) জামে মসজিদে জুমআ পূর্ব বয়ানে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, ভারতের জুলুমবাজ জালিম মোদী সরকার বিগত ১০ বছরে বাবরী মসজিদ সহ ১২১টি মসজিদ ধ্বংস করেছে। মুসলমানদের গণহত্যাসহ হাজার হাজার বাড়ী-ঘর ভুলডোজার দিয়ে ধ্বংস করেছে। তিনি এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে ইসরাইল ও ভারতের পণ্য বর্জার করার আহবান জানান। বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *