সিলেট ওসমানী হাসপাতালের ব্রাদারদের ওপর হামলার ঘটনায়-আহত ৭ আটক ৩- জন

নিজস্ব প্রতিবেক:সিলেট নগরীর মিরবক্সটুলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কয়েকজন ব্রাদার ও স্থানীয় একটি হোটেলের কর্মচারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।  উভয়পক্ষ হাসপাতালে ফের মুখোমুখি হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এসময় হোটেলের কর্মচারীরা নার্সদের জিম্মি করে রাখে। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।

 

আর উভয়পক্ষের মারামারিতে কমপক্ষে ৭ জন আহত হয়েছেন। এ ঘটনায় আটক করা হয়েছে ৩- জন’কে।

 

জানা গেছে, সোমবার (২৪ মার্চ) রাত ৮টার দিকে নগরীর মিরবক্সটুলায় একটি হোটেলে চা পান করছিলেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কয়েকজন ব্রাদার। এসময় তাদের পাশেই এক ব্যক্তি ধূমপান করছিলেন। ব্রাদাররা তাকে নিষেধ করলে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এতে হোটেলের কর্মচারীরাও জড়িয়ে পড়েন এবং ব্রাদারদের ওপর হামলা চালান। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৭ জন আহত হন।

পরে ব্রাদাররা চিকিৎসার জন্য ওসমানী হাসপাতালের জরুরি বিভাগে গেলে আহত হোটেল কর্মচারীরাও সেখানে চিকিৎসা নিতে উপস্থিত হয়। এতে আবারও তাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে হোটেল কর্মচারীরা হাসপাতালের ড্রেসিং রুমে ব্রাদারদেরসহ নার্সদের আটকে রেখে দরজা বন্ধ করে দেওয়া হয়।

ওসমানী হাসপাতাল পুলিশের কনস্টেবল বলরাম  এর কাছে জানা যায়-বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ও আনসার সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নার্স ও ব্রাদারদের উদ্ধার করেন, এবং তিন’জনকে আটক করে।

 

আটককৃতরা হলেন, গিয়াস উদ্দিন (৩৫), মুসলিম উদ্দিন (৩৩) ও আব্দুর রহিম (২২)।কোতোয়ালী মডেল থানার ওসি মো. জিয়াউল হক জানান, আটক তিন’জনকে থানায় নেওয়া হয়েছে।

তবে ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। তিনি আরও বলেন, মিরবক্সটুলায় মারামারির ঘটনার জেরে হাসপাতালে উত্তেজনা তৈরি হয়। পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *