আজমল বক্ত চৌধুরী সাদেককে যুক্তরাজ্যে সংবর্ধনা

ইংল্যান্ডে অবস্থানরত সাবেক ছাত্রদল নেতৃবৃন্দের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট মহানগর শাখার ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক, ইলিয়াস মুক্তি আন্দোলনের অগ্রসৈনিৃক আজমল বক্ত চৌধুরী সাদেক কে গত ৯জানুয়ারী সন্ধ্যায় লন্ডনস্থ ফিল্ডগেইট স্ট্রিট ওয়াইচ্যাপলের একটি হলে এক অনাড়ম্বর সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে ইউকে বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অসংখ্য নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সভার শুরুতেই নেতারা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মোনাজাত করেন। এ ছাড়া বিগত ১৭বছর আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে ছাত্রদল, যুবদল, বিএনপিসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গুম, খুনসহ বিগত জুলাই আগস্ট আন্দোলনে যারা জীবন দান করেছে তাঁদের রুহের মাগফেরাত ও যারা আহত অবস্থায় রয়েছেন তাদের সুস্থতা কামনা করে দোয়া করা করা হয়।
যুক্তরাজ্য বিএনপি নেতা, সিলেট শহর যুবদলের সাবেক সভাপতি ও ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমদাদ হোসেন টিপু’র সভাপতিত্বে ও এমসি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক আব্দুল গফফার গুটলুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন সংবর্ধিত নেতা সিলেট মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বক্ত চৌধুরী সাদেক।
সংবধর্না অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আজমল বক্ত চৌধুরী সাদেক বলেন, দেশটাকে খুনি হাসিনা ১৫ বছরে গুম, খুন, জুলুম, নির্যাতনের নৈরাজ্যে পরিনত করা হয়েছে। দূর্নীতির সীমা অতিক্রম করে দেশটাকে শশ্মানে পরিনত করা হয়। এমনকি তার পরিবারের সদস্যরা হাজার হাজার কোটি টাকা লুট করে লন্ডন আমেরিকায় বিলাসবহুল জীবন যাপন করছে। তাদের এ সকল অপকর্মের বিচার বাংলার মাটিতে হতে হবে, খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মাধ্যমে তার ফাঁসি নিশ্চিত করতে হবে। এমনকি গুম-খুনের সাথে জড়িত থাকা আওয়ামীলীগ সংগঠন কে চিরতরে নিষিদ্ধ করা এখন সময়ের দাবী। তাই এ সংগঠন কে আগামীতে নিষিদ্ধ ঘোষণা করার জন্য তারেক রহমান সহ দলের উচ্চ পর্যায়ের সকল নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানাচ্ছি।
এছাড়া সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, বিএনপি নেতা জাকির হোসেন, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক সহিদুল ইসলাম মামুন, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক মিছবাহ উজ্জামান সোহেল, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক হেলাল নাছিমুজ্জান, যুক্তরাজ্য বিএনপির সহ সাধারণ সম্পাদক এড খলিলুর রহমান, যুক্তরাজ্য বিএনপির অর্থ-সম্পাদক সালেহ গজনবী, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সালাহউদ্দিন মামুন, সিলেট জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম বাদল, সাবেক এমসি কলেজ ও জেলা ছাত্রদলের তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুস সাত্তার বাবু, লুটন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুর আহমেদ শাহনাজ, লুটন বিএনপি নেতা পাবেল আহমেদ, বিএনপি নেতা নিজাম উদ্দিন, মামুন আহমেদ, এম সি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি আহমদ চৌধুরী ফয়েজ, যুক্তরাজ্য যুবদলের যুগ্ম সম্পাদক সুলতান আহমেদ ইমন, সাবেক সিলেট ড্যাব সেক্রেটারি ডাঃ  শাকিল রহমান, মদন মোহন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি কাজী মেরাজ,দক্ষিণ সুরমা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম কয়েছ, যুক্তরাজ্য যুবদলের যুগ্ম সম্পাদক রকিব আলী, সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি হাবিব ফাহাদ রহমান, বিশ্বনাথ থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সেলিম, সৈয়দ লায়েক মোস্তফা, এনামুল হক লিটন, সিলেট সরকারি কলেজের সাবেক ছাত্রদল নেতা মহসিন মাহমুদ, এমসি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা মনসুর আহমেদ, মিলাদ আহমেদ, রাশেদ আহমেদ, মুন্না ইসলাম, দেলোয়ার হোসেন, সাদেক আহমেদ দিপক, শিপু খান, শাহান খান, আবুল কালাম তাহের, আর আই হামিদ টিটু, ওবায়দুল হক এমাদ, জনি আহমেদ, শিপন চৌধুরী, জাবেদ হোসেন, জুবায়ের সিদ্দিকি, শিব্বির আহমেদ সুমন, দারা মিয়া, কবির মিয়া, মোস্তাফিজুর রাহমান, মোহাম্মদ শাহিন, আবু বক্কর,আব্দুল রকিব, সিদ্দিক আহমেদ রাহেল, আব্দুল সুবুর, সাইদ সবুর, জাকির হোসেন প্রমুখ।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *