সিসিকের ৯ নং ওয়ার্ড বাসিকে সর্তর্ক থাকার আহ্বান বিএনপির সহসভাপতি আমির হোসেনের

নিজস্বন প্রতিবেদক: সিলেট সিটি কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ড বাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন, সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি, ৯নং-ওয়ার্ড বি এন পির  সভাপতি আমির হোসেন। নব্য বিএনপি ও দালালদের ব্যাপারে সতর্ক থাকার জন্য,সহযোগী সংগঠন সহ জনগণেকে সতর্ক থাকার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় লেখেন। তা সিলেট নিউজ টাইমস পাঠকদের জন্য দেওয়া হল।

৯ নং ওয়ার্ডবাসী আসসালামু আলাইকুম/ আদাব।

আমি মো: আমির হোসেন, জন্মলগ্ন থেকে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন একনিষ্ঠ কর্মী। অতীতে দলের অনেক দায়িত্ব আমার উপরে ছিলো। এই ৯ নং ওয়ার্ডে আমি প্রথমে সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলাম। পরবর্তীতে জনাব মরহুম ওসমান মিয়া সাহেব সভাপতি এবং আমি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করি। পরবর্তীতে আমি সভাপতি এবং জনাব লিয়াকত আলী সাহেব সাধারণ সম্পাদক ছিলেন। জনাব লিয়াকত আলী সাহেব আমেরিকায় চলে গেলে আমি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে ফজলুল হককে নিয়ে এবং আপনাদেরকে নিয়ে আমি ৯ নং ওয়ার্ড বিএনপি চালাই। গত ২০২২ ইং তারিখে কাউন্সিলের মাধ্যমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারোও ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করি। গত ২০১৬ সালে আমি সিলেট মহনগর বিএনপির সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছি। এরপর আহবায়ক কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছিলাম। এবং বর্তমানে আমি মহনগর বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি।

প্রিয় ওয়ার্ডবাসী একদল কুচক্রী মহল তাদের স্বার্থ হাসিল করার জন্য বিগত কিছুদিন ধরে আমার পিছনে লেগেছে। তারা আপনাদের কাছে আমার নামে নানা গুজব ছড়িয়ে আমাকে নষ্ট করার জন্য উঠেপড়ে লেগেছে। তারা আপনাদের কাছে বলছে আমি না কী অন্য দলের দালালী করছি। এই বিএনপি করার কারণে স্বৈরাচার হাসিনার আমলে আমার ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করা হয়। আপনারা জানেন আমি বৃহত্তর মদিনা মার্কেট এর সভাপতি ছিলাম প্রায় ২১ বছর বিগত ইলেকশনে আমি বিএনপি করার কারণে কীভাবে আমাকে হারানো হয়েছে তা আপনারা ভালোভাবেই জানেন। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হওয়ায় বিগত আমলে এতো ক্ষতিগ্রস্ত হওয়ার পরেও তারা যদি বলে আমি অন্য দালালী করছি, এর চেয়ে হাস্যকর বিষয় আর কী হতে পারে। প্রিয় ওয়ার্ডবাসী, কারা স্বৈরাচার আমলে আপনাদেরকে নিয়ে আন্দোলন সংগ্রামে ছিলো এবং কারা ৫ তারিখের পরে সামনের চেয়ারে বসে বড় বড় কথা বলে তা আপনারা যাচাই করবেন। যারা ৫ তারিখের পরে বড় বড় কথা বলে তারাই আসল দালাল। প্রিয় নেতৃবৃন্দ আমার যদি কোন অপরাধ থাকে তাহলে এইগুলো আপনারা দেখেবেন বিচার করবেন। যদি আমার কোন অপরাধ না থাকে এবং যারা মিথ্যাচার করে আমার সম্মানে আঘাত করেছে তা আমি আপনাদের কাছে ছেড়ে দিলাম আপনারা এর উপযুক্ত বিচার করবেন।

প্রিয় ওয়ার্ডবাসী, আপনাদের কাছে আমার আহ্বান আপনারা গুজবে কান দিবেন না। আমার ৯ নং ওয়ার্ডে আমার দলের সম্মান নষ্ট হবে এমন কাজ আমি করতে দেবোনা। আপনারা আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ কুচক্রী মহলের সকল ষড়যন্ত্র বিফলে যাবে।।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *