বিসিবি’র সভাপতির কাছে বিপিজেএ’র স্মারকলিপি প্রদান

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘শহীদ সাংবাদিক এটিএম তুরাব’র নামে গ্যালারির নামকরণ দাবীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর সভাপতি কাছে স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ।

সোমবার (৬ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরীর স্মারকলিপিটি গ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী।
স্মারকলিপি উল্লেখ করা হয়, এসোসিয়েশনের কার্যানির্বাহী কমিটির সদস্য এটিএম তুরাব ২০২৪ সালের ১৯ জুলাই সিলেটের বন্দরবাজারের পুলিশের গুলিতে নিহত হন। সিলেটে অনুষ্ঠিত হচ্ছে বিপিএল-২০২৫ আসর। এসোসিয়েশনের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একটি গ্যালারির নাম করণ করা হয়েছে শহীদ আবু সাঈদের নামে। পুণ্যভূমি সিলেটে খেলা অনুষ্ঠিত হচ্ছে সেখানে সিলেটের সন্তান শহীদ সাংবাদিক এটিএম তোরাবের নামে মনে হয় একটি গ্যালারির নামকরণ করা প্রয়োজনীয়তা রয়েছে বলে আমরা মনে করি। বিষয়টি নিয়ে সিলেটের সাংবাদিক সমাজে ব্যাপক আলোচনা হচ্ছে। সিলেটের সাংবাদিক সমাজের আবেগের কথা চিন্তা করে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একটি গ্যালারির নাম করণ ‘শহীদ সাংবাদিক এটিএম তুরাব’র নামে করতে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করার দাবী জানানো হয়।
এসোসিয়েশনের সদস্যদের আশ্বাস প্রদান করে বিসিবি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরীর বলেন, বিষয়টি আমরা গুরুত্বের সাথে দেখছি। বর্তমানে এবং আগামীতে বিসিবি’র সিলেট কেন্দ্রীয় সকল কার্যক্রমে বিষয়টি আমরা বিবেচনা করে গুরুত্বের সাথে দেখবে।
এসময় এসোসিয়েশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি ইউসুফ আলী, সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, কোষাধ্যক্ষ মাহমুদ হোসেন, কার্যনির্বাহী কমিটি সদস্য শেখ আশরাফুল আলম নাসির, দৈনিক সিলেটের ডাকের সাবেক সাহিত্য সম্পাদক এডভোকেট আব্দুল মুকিত অপি, সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার, এসোসিয়েশনের সদস্য মামুন হোসেন, ফটো সাংবাদিক রুবেল মিয়া প্রমুখ।-বিজ্ঞপ্তি
কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *