বস্তুনিষ্ঠ সংবাদ সমাজকে আলোকিত করে- শেখ মো. নজরুল ইসলাম

“এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত”

এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির নতুন উপদেষ্টা (শিক্ষক) পরিষদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ ডিসেম্বর) বেলা ১১টায় কলেজের নিজস্ব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এসময় কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ ও সভার অতিথিদের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন সংগঠনের সদস্যরা।

এমসি কলেজ রিপোর্টার্স সাধারণ সম্পাদক লবীব আহমদের সঞ্চালনায় ও সহ-সভাপতি মো. মুছলেহ উদ্দিন মুনাঈমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুরারিচাঁদ কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও সংগঠনের উপদেষ্টা পরিষদের আহবায়ক শেখ মো. নজরুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ও উপদেষ্টা কমিটির সদস্য শৈলেন্দ্র মোহন সিংহ, রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাকালীন সহসভাপতি জাবির আহমদ, সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি আজহার উদ্দিন শিমুল প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন রিপোর্টার্স ইউনিটির কোষাধ্যক্ষ মইনুল হাসান আবির।

প্রধান অতিথির বক্তব্যে শেখ মো. নজরুল ইসলাম বলেন, ‘সংবাদপত্র সবসময় বস্তুনিষ্ঠ হতে হবে। বস্তুনিষ্ঠ সংবাদ সমাজকে আলোকিত করে। সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি মানুষকে উন্নত শিখরে পৌঁছে দিতে সাহায্য করে।’ এ সময় সুন্দর আয়োজনের জন্য তিনি রিপোর্টার্স ইউনিটিকে ধন্যবাদ জানান।

বিশেষ অতিথির বক্তব্যে শৈলেন্দ্র মোহন সিংহ বলেন, ‘সাংবাদিকরা রাষ্ট্রের দর্পন। সাংবাদিকরা সঠিক পথে থাকলে রাষ্ট্র সঠিক পথে থাকবে। এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির সদস্যরা নিজেদের প্রস্তুত করে একদিন দেশের কল্যাণে কাজ করে অনেকদূর এগিয়ে যাবে বলে আমি আশা রাখি।’

এ সময় উপস্থিত ছিলেন এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সদস্য মিফতা হাসান, সহযোগী সদস্য পারভেজ আহমেদ, আবু মুহতাদী চৌধুরী, সাইফুল্লাহ বিন মোস্তফা, আব্দুল হান্নান সৌরভ, মো. নাহিদুর রহমান, আশরাফ হোসাইন, সাহেদ আহমদ, আমিনা সিদ্দিকা খান, জান্নাতুল ফেরদৌস নিহা, টুম্পা দে সহ সংগঠনের সকল সদস্য ও সাধারণ শিক্ষার্থীরা।বিজ্ঞপ্তি

ছবি: ১. নতুন উপদেষ্টা (শিক্ষক) পরিষদের সাথে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা বিনিময়।
২. মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা (শিক্ষক) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শেখ মো. নজরুল ইসলাম।
৩. এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজের সাথে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির সদস্যদের শুভেচ্ছা বিনিময়।
কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *