দক্ষিণ সুরমা সরকারি কলেজের সহকারী অধ্যাপক রওনক জাহান বেগমকে বিদায়ী সংবর্ধনা প্রদান

দক্ষিণ সুরমা সরকারি কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক রওনক জাহান বেগম এর পিআরএল গমণ উপলক্ষ্যে সংবর্ধনা প্রদান করা হয়েছে। দক্ষিণ সুরমা সরকারি কলেজ শিক্ষক পরিষদের উদ্যোগে সোমবার (৬ জানুয়ারি) কলেজ পাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ইফতেখার আলম। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফসর মো. মছব্বির চৌধুরী।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, রওনক জাহান বেগম অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে অধ্যাপনা করেছেন। তিনি শিক্ষার্থীদের আলোকিত করেছেন, তাদের দেশপ্রেমে উজ্জ্বিবিত করে মানুষের কল্যানে কাজ করার অনুপ্রেরণা জুগিয়েছেন। তিনি ছিলেন একজন আদর্শ সহকর্মী। সবার সাথে সুসম্পর্ক রেখে দায়িত্ব পালন করে গেছেন। আজকের এই দিয়ায় আমাদের সবার জন্য অত্যন্ত কষ্টের।
সংবর্ধিত অতিথির বক্তব্যে অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক রওনক জাহান বেগম বলেন, আজকে যে সম্মান ও সংবর্ধনা পেলাম তা আজীবন মনে রাখবো। সবাইকে সাথে নিয়ে দক্ষিণ সুরমা কলেজকে গৌরবান্বিত করতে কাজ করার চেষ্ঠা করেছি। যেখানেই থাকিনা কেন এই কলেজের অভিজ্ঞতা ও স্মৃতি আমাকে আজীবন অনুপ্রেরণা যোগাবে।
কলেজের বাংলা বিভাগের প্রভাষক খালেদ আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান মো. আতাউর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সালমা ইয়াসমিন, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান রাহেনা হক, সহকারী অধ্যপক ও একাডেমিক কাউন্সিল সম্পাদক মতিউর রহমান, সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক পরিষদের সম্পাদক মো. জয়নুল ইসলাম, প্রভাষক মতিলাল দাশ, প্রভাষক মো. মহিবুর রহমান, প্রভাষক সাইফুর রহমান, প্রভাষক মাহমুদা আক্তার, প্রভাষক মোহাম্মদ আব্দুল বাতেন, প্রভাষক মতিলাল দাশ, প্রভাষক মহিবুর রহমান, প্রভাষক কাজরী রাণী ধর, প্রভাষক মোহাম্মদ. আমিনুর রহমান, প্রভাষক আব্দুল বাতেন, প্রভাষক মো. শাহরিয়ার খান, প্রভাষক শুকরিয়া জাহান, প্রভাষক গিলমান আলী, শ্যামলী চক্রবর্তী প্রমুখ।
অনুষ্ঠানে বিদায়ী সহকারী অধ্যাপক রওনক জাহান বেগমকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া তার উদ্দেশ্যে মানপত্র পাঠ করা হয়।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *