সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর মোঃ জাকির আহমদ বলেছেন, জাতির উন্নতির জন্য শিক্ষার প্রয়োজন আর সেই শিক্ষা হতে হবে ইসলামের নৈতিক শিক্ষার আলোকে। হযরত খাদিজা রাদিআল্লাহু ছিলেন নারী শিক্ষার প্রথম আলোকবর্তিকা। আদর্শ জাতি গঠনে শিক্ষার পাশাপাশি নারীদেরকে নৈতিক শিক্ষায় আরো এগিয়ে আসতে হবে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) ওসমানীনগর উপজেলার মির্জা শহিদপুরে হযরত খাদিজা রা.বালিকা বিদ্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
হযরত খাদিজা রা.বালিকা বিদ্যালয়ের উপদেষ্টা নুরুল ইসলাম চৌধুরী রুনু মিয়ার সভাপতিত্বে ও শিক্ষক হেলাল আহমদের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ কবি কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাদাঘাট মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আহমদ আলী, পাঠানঠুলা দ্বি পাক্ষিক উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক শামছুল ইসলাম,সহকারী শিক্ষক ইকবাল আহমদ, নকশী বাংলা ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক, বিশিষ্ট লেখক মাজহারুল ইসলাম জয়নাল, কাদিমপুর কাটালখাইর দাখিল মাদ্রাসা সুপার মাওলানা ছিদ্দিকুর রহমান চৌধুরী, আতাউর রহমান হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ আবুল কাশেম, সাংবাদিক মোঃ হাবিবুর রহমান, জাকির আহমদ, দুদুল আহমদ চৌধুরী, আব্দুল হান্নান,আওলাদ মিয়া প্রমুখ।
হযরত খাদিজা রা.বালিকা বিদ্যালয়ের স্থায়ী ভূমি ও বিল্ডিং দাতা ওমর রহমান চৌধুরী সফা মিয়া, প্রিন্সিপাল শাহিনুর রহমান চৌধুরী জানিয়েছেন এলাকার নারী শিক্ষার উন্নয়নে আমাদের এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছি। বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠ্যক্রমের পাশাপাশি আর বিভিন্ন শিক্ষা সহায়ক কার্যক্রম থাকবে নিয়মিত যাতে শিক্ষার্থীরা উন্নত শিক্ষা লাভে সক্ষম হতে পারে।
উল্লেখ্য যে, উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। বিজ্ঞপ্তি
আদর্শ জাতি গঠনে নারীদেরকে নৈতিক শিক্ষায় এগিয়ে আসতে হবে: প্রফেসর মো: জাকির আহমদ
কমেন্ট