প্রধান অতিথি’র বক্তব্যে কামাল হাসান জুয়েল বলেন, সাম্য ও মানবিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে কাজ করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে তরুণ দলের নেতাকর্মীদের ভূমিকা রাখতে হবে। ফ্যাসিষ্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের রাজনীতিতে স্বস্তি এসেছে। তাই আগামী নির্বাচনে দলের প্রত্যেক স্তরের নেতাকর্মীকে ভোটের জন্য জনগনের ঘরে ঘরে যেতে হবে।
সিলেট জেলা তরুন দলের সভাপতি সারোয়ার খান মাজেদের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য মকসুদ আহমদ, তরুণ দলের সাবেক সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, বিএনপি নেতা শামীম সিদ্দিকী, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া আরেফিন ফয়ছল, স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক এডভোকেট খালেদ জুবায়ের। জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম রুহেলের পরিচালনায় বক্তব্য রাখেন মহানগর তরুন দলের সিনিয়র সহ-সভাপতি আশরাফ উদ্দিন।
উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য দিহান আহমেদ হারুন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাত আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা রিপন আহমদ, জেলা তরুণ দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহাবুদ্দিন শাবুল,সহ-সভাপতি আবদাল আহমদ,হাসান মাহমুদ মাছুম,আব্দুল মালিক,দোলন আহমদ,আবুল কালাম, যুগ্ম সাধারন সম্পাদক আরাফাত রহমান ওমর, সালমান জামান, শাহ এহসান হোসেন,রফিকুল ইসলাম হৃদয়, সাংগঠনিক সম্পাদক সুজন আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক শফিউল ইসলাম রাসেল, জাকারিয়া আহমদ, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম রুবেল, দপ্তর সম্পাদক দিলোয়ার হোসেন মামুন ও মহানগর তরুন দলের সহ-সভাপতি আরিফুল ইসলাম উজ্জ্বল, জাকির হোসেন, সাধারন সম্পাদক ইসমাইল আলী, যুগ্ম সাধারণ সম্পাদক নোমান আহমদ, মোঃ রুকন আহমেদ, মেহেদী হাসান রুমন, সাগর খাঁন, শিব্বির আহমেদ শিপু, জাহেদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মনির রহমান, সহ সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন মামুন, শাহীন আহমেদ, সরিয়াত আহমেদ, তানভীর আহমেদ সজিব ও রিপন আহমদ প্রমুখ।
সিলেটে মাজার জিয়ারতের মাধ্যমে তরুনদলের যাত্রা শুরু সাম্য ও মানবিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে কাজ করতে হবে: কামাল হাসান জুয়েল
বাংলাদেশ জাতীয়তাবাদী তরুন দল সিলেট জেলা ও মহানগর আংশিক কমিটির যাত্রা মাজার জিয়ারতের মাধ্যমে শুরু হয়েছে। রবিবার (২৯ ডিসেম্বর) বাদ আছর হযরত শাহ জালাল (রাঃ) মাজার জিয়ারত করেন জেলা ও মহানগর আংশিক কমিটির নেতৃবৃন্দ। মাজার জিয়ারত পরবর্তী মাজার প্রাঙ্গনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল।
কমেন্ট