কুমিল্লার মাধাইয়া বাজারে আগুনে পুড়ে ছাই

নিউজ ডেস্ক :  কুমিল্লার চান্দিনার মাধাইয়া বাজারে আগুনে পুড়ে গেছে অন্তত ৯০টি দোকান। রবিবার (২৯ ডিসেম্বর) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, রোববার রাত ১২টার দিকে বাজারে আগুন লাগে। স্থানীয় এক মিষ্টির দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত। মূহুর্তেই আশপাশের টিনের দোকানে ছড়িয়ে পড়ে আগুন।

পরে, ফায়ার সার্ভিসের ৬ ইউনিটের ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান পুড়ে যাওয়ায় বড় ক্ষতির শঙ্কা করছেন দোকান মালিকরা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কুমিল্লার সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, আগুনে পুড়ে যাওয়া সবগুলো দোকান ব্যবসা প্রতিষ্ঠান ছিল। এজন্য আর্থিক ক্ষয়-ক্ষতির পরিমাণও বিপুল। তবে এখনও কোনোও নিহত বা আহতের খবর পাওয়া যায়নি।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *