সিলেটের পেশাজীবী সাংবাদিকদের শীর্ষ সংগঠন সিলেট জেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে নবনির্বাচিত সভাপতি দৈনিক আধুনিক কাগজের সম্পাদক মঈন উদ্দিন এবং সাধারণ সম্পাদক বাংলানিউজের স্টাফ করেসপন্ডেন্ট ও দৈনিক শ্যামল সিলেটের চিফ রিপোর্টার মোহাম্মদ নাসির উদ্দিনসহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতি ও সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষদের নেতৃবৃন্দ।
রোববার এক অভিনন্দন বার্তায় সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি ও বাংলাদেশ দোকান মালিক ব্যবসায়ী সমিতির মহাসচিব আব্দর রহমান রিপন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মল্লিক মুন্না, সাংগঠনিক সচিব মিয়া মো. আজিজুল করিম, জয়েন্ট সেক্রেটারি আব্দুল হাদী পাবেল, নয়াসড়ক ব্যবসায়ী সমিতির হুসেন আহমদ, জাবেদ আহমদ, বাংলাদেশ দোকান মালিক সমিতির মো. লায়েক মিয়া, কাঠ ব্যবসায়ী সমিতির আবুল কালাম, আল হামরা ব্যবসায়ী সমিতির সভাপতি শামসুল আলম, ফুয়াদ বিন রশিদ, সিলেট ট্রেড সেন্টার মার্কেট সমিতির সভাপতি মো. ছাদ মিয়া, সাধারণ সম্পাদক মো. রাজু আহমদ, দোকান মালিক সমিতির সহ-সভাপতি মো. আবুল হোসেন, নওয়াব আলী মার্কেটের সাধারণ সম্পাদক মো. আফরোজ মিয়া, কালীঘাট শাহ চান্দ মার্কেটের সভাপতি মো. মো. জাহেদ মিয়া, কালীঘাট ফার্টিলাইজার ব্যবসায়ী সমিতির সভাপতি সামুন আহমদ, লালবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. জাহেদ মিয়া সহ সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দ এ অভিনন্দন জানান।
বার্তায় নেতৃবৃন্দ বলেন, সিলেট জেলা প্রেসক্লাব সিলেটের সাংবাদিকদের ঐক্য ও পেশাগত উন্নয়নে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নবনির্বাচিত নেতৃত্বের মাধ্যমে সংগঠনটি আরও গতিশীল হবে এবং সত্য, ন্যায় ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় নতুন দিগন্ত উন্মোচন করবে। নেতৃবৃন্দ আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ এবং তাদের লেখনী মানুষের আশা-আকাঙ্ক্ষা, সমস্যা ও সম্ভাবনাকে সামনে নিয়ে আসে। নতুন কমিটির অভিজ্ঞ ও দক্ষ নেতৃত্ব সাংবাদিকদের পেশাগত উৎকর্ষতায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে। আমরা আশা করি, তারা মুক্ত সাংবাদিকতার পথিকৃত হয়ে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলস কাজ করবেন।
বাংলাদেশ দোকান মালিক সমিতি ও সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষদের পক্ষ থেকে তাদের সফল কার্যকাল ও ভবিষ্যৎ সাফল্যের জন্য আন্তরিক শুভকামনা জানানো হয়। বিজ্ঞপ্তি
জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সিলেটের ব্যবসায়ী সংগঠনের অভিনন্দন
কমেন্ট