নিজস্ব প্রতিবেদক: সিলেটে তামাবিলে সড়ক দুর্ঘটনায় তিনজনের নিহতের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে জৈন্তাপুর উপজেলার সিলেট-তামাবিল সড়কে এ দুর্ঘটনা ঘটে।
তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রাদের কাছ থেকে জানা যায়, শুক্রবার সকালে চারজন বন্ধু তামাবিল থেকে প্রাইভেটকারে করে সিলেটে যাচ্ছিলেন। পথিমধ্যে বাঘের’সড়ক এলাকায় পৌঁছলে প্রাইভেট’কারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা খায়।
এতে ঘটনাস্থলেই দুই’জন মারা যান। পরে গুরুতর আহত অবস্থায় বাকি দুইজনকে হাসপাতালে নেয়া হলে আরও একজনের মৃত্যু হয়।
কমেন্ট